BREAKING NEWS
VIP Contest

মঙ্গলবার

আজকের NFP (নন ফার্ম পে-রোল) নিউজের সম্ভাব্য প্রতিক্রিয়া - Forex News

গতকাল এক অনন্য মুভমেন্ট দেখলেন ট্রেডাররা। দ্রাঘি ঝড়ে ১ দিনেই ইউরোডলার মুভ করেছে ৪৫০ পিপসেরও বেশি। যদিও ইতিমধ্যেই ১০০ পিপস নেমে গেছে প্রাইস। তবে এ অবস্থা থেকে ইউরোডলার সেলের ভাল সুযোগ দেখছেন এক্সপার্ট ট্রেডাররা। তার ওপর আজ রয়েছে ডলারের জন্য গুরুত্বপূর্ণ নিউজ NFP (নন ফার্ম পে-রোল). আজকের NFP অতন্ত্য শক্তিশালী আসলে তা ইউরোডলারকে ভাল ভাবে প্রভাবিত করতে পারে। 

নামে ননফার্ম হলেও শুধু কৃষি নয়, সাথে সরকারি কর্মচারী, পরিবারের ব্যক্তিগত কর্মচারী আর অলাভজনক প্রতিস্থানগুলোর কর্মচারীদের বাদ দিয়ে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশ করে পূর্ববর্তী মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কি আগের থেকে বাড়ল না কমল। শুধু তাই না, বাড়লে কয়টা বাড়ল আর কমলেও কয়টা কমলেও সে সংখ্যাটাও। যেহেতু, কৃষি খাতকে বাদ দিয়েই এই হিসাবটা করা হয়, তাই এর নাম হয়েছে ননফার্ম পে-রোল।
 

আজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে এই রিপোর্টটি। একে কেন্দ্র করে ট্রেডারদের মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করছে। গতবারের NFP মার্কেটকে তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করেছিল। এ মাসের ফেডের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে আজকের এন.এফ.পি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তবে সেজন্য আজকের এন.এফ.পি ফলাফল অনেক শক্তিশালী আসতে হবে। 
 
অক্টোবরে NFP প্রত্যাশার অনেক বেশি ২৭১,০০০ এসেছিল। এবার ২০১,০০০ আশা করা হচ্ছে। এন.এফ.পি কি পারবে এবার প্রত্যাশা পূরন করতে? চলুন জেনে নেয়া যাক বিশেষজ্ঞদের মতে এফ.এফ.পির ফলাফল কিরকম আসলে মার্কেটে কি ধরনের প্রভাব পড়তে পারেঃ
 
প্রত্যাশার মধ্যেঃ ফলাফল ১৯৬,০০০ থেকে ২০৫,০০০ এর মধ্যে যদি থাকে তবে ধরে যায় ফলাফল প্রত্যাশা মোতাবেকই এসেছে। EURUSD কিছুটা ওপরের বাড়তে পারে, কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল ভেঙ্গে ওঠার সুযোগ কম।
 
প্রত্যাশার বেশিঃ ২০৬,০০০ থেকে ২১২,০০০ ফলাফল আসলে তা প্রত্যাশার থেকে বেশি বলেই ধরে নেয়া হবে, যার পরিপ্রেক্ষিতে EURUSD নিকটস্থ সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে নামতে পারে। 
 
প্রত্যাশার অনেক বেশিঃ ২১২,০০০ এর বেশি যদি এন.এফ.পির ফলাফল এবার আসে, তবে তা হবে প্রত্যাশার থেকে অনেক বেশি, যা কিনা নিকটস্থ ২টি সাপোর্ট লেভেল ভেঙ্গে EURUSD কে ১.০৮ এর বেশ নিচে নিয়ে যেতে পারে। 
 
প্রত্যাশার কমঃ ১৮৯,০০০ থেকে ১৯৫,০০০ এর মধ্যে যদি থাকে তবে প্রত্যাশার থেকে কম এসেছে বলে ধরে নেয়া হবে। সেক্ষেত্রে EURUSD নিকটস্থ একটি রেসিসট্যান্স লেভেল ব্রেক করে বা ১.০৯ এর ওপরে বাড়তে পারে। 
 
প্রত্যাশার অনেক কমঃ ১৮৯,০০০ এর কম যদি আসে, তবে তা প্রত্যাশার থেকে অনেক কম বলে ধরে নেয়া হবে। সেক্ষেত্রে ডলার দুর্বল হবে এবং তা EURUSD পেয়ারটির নিকটস্থ ২টি রেসিসট্যান্স লেভেল ভেঙ্গে বা ১.১০ এর ওপরে নিয়ে যেতে পারে।


গতকালই ট্রেডাররা লক্ষ্য করেছেন যে নিউজ মার্কেটের ওপর কিভাবে প্রচন্ড প্রভাব ফেলতে পারে। এবং কোন নিউজের সম্ভাব্য ফলাফল বেশি অত্যাধিক প্রত্যাশা থাকলে তার বিপরীত ফলাফল মার্কেটে দৃঢ়ভাবে বিপরীত প্রভাব ফেলতে পারে। তাই শুধুমাত্র নিউজের ফলাফল দেখেই ট্রেড না করে, নিউজের প্রভাব কেমন হচ্ছে তা বুঝে ট্রেড করুন। 

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD