BREAKING NEWS
VIP Contest

Sunday

২৩ শে এপ্রিল ফ্রান্সের জাতীয় নির্বাচন - কেন অতি গুরুত্বপূর্ণ এবং আপনার যা যা জানা উচিত

ব্রেক্সিটের ধাক্কায় এমনিতেই ইউরোপ কাহিল, তার মধ্যে মরার উপর খরার ঘা হতে পারে ফ্রান্সের আসন্ন জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে মেরিনে লে পেন নির্বাচিত হলে তা ব্রেক্সিটের থেকেও মারাত্মক হবে। কেননা এতে ইউরোর অস্তিত্বই ধ্বংসের মুখে পড়তে পারে, ট্রেডাররা হারাতে পারেন EUR/USD ট্রেড করার সুযোগ।


এক নজরে ফ্রান্সের জাতীয় নির্বাচন 

কবে অনুষ্ঠিত হচ্ছে? 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইলেকশন প্রক্রিয়া বাংলাদেশ থেকে বেশ ভিন্ন। জনগন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে নুন্যতম ৫০ শতাংশ ভোট পেতে হবে। আসন্ন নির্বাচনে ৫ জন প্রার্থী লড়বেন। ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ শে এপ্রিল। কোন প্রার্থীই ৫০ শতাংশ এর বেশি ভোট না পেলে, সবচেয়ে বেশি ভোট পাওয়া দুইজন প্রার্থীর মধ্যে থেকে একজনকে নির্বাচনের জন্য আবার ভোট হবে ৭ মে, যেটাকে ভোটের দ্বিতীয় রাউন্ড বলা হয়। কোন প্রার্থীই যে প্রথম রাঊন্ডে সরাসরি বিজয়ী হতে পারবেন না, তা নিশ্চিত। তাই, দ্বিতীয় রাউন্ডের ভোটের উপরই সব নির্ভর করবে।

প্রেসিডেন্ট প্রার্থীগন 
 মোট ৫ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই অনুষ্ঠিত হলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে মূলত মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টি প্রার্থী Francois Fillon, চরম ডানপন্থী  Marine Le Pen এবং স্বতন্ত্র প্রার্থী Emmanuel Macron এর মধ্যে। এছাড়াও রয়েছেন বামপন্থী Benoît Hamon ও Jean-Luc Mélenchon।

সর্বশেষ জন্মত জরীপে বেশ কিছুদিন ধরেই এগিয়ে রয়েছেন ফ্রান্সের ডোনাল্ড ট্রাম্প, মেরিনে লে পেন। তীব্র অধিবাসী, শরণার্থী ও ইসলাম বিরোধী মেরিনে লে পেন ইউরোপিয়ান কারেন্সি ইউরোর বিপক্ষে। ক্ষমতায় গেলে তিনি ফ্রান্সের নিজস্ব কারেন্সি চালুর ঘোষণা দিয়েছেন। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন নীতির কট্টর বিরোধীও তিনি। মূলত, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলার কারনেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি এবং এটাকেই পুজি করে তিনি ক্ষমতায় যেতে চান। গতকালের জনমত জরীপ অনুসারে (The Elabe poll), ২৬ শতাংশ সমর্থন নিয়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন লে পেনই।

তবে, খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছেন এমানুয়েল ম্যাক্রন। ২৫.৫ শতাংশ ভোট নিয়ে লে পেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। বয়সে তরুন মাক্রন (৩৯ বছর), ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় সমর্থক। এছাড়া শরণার্থীদের প্রতিও তুলনামুলক উদার দৃষ্টিভঙ্গি রয়েছে তার। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিলে মিশে সীমান্ত, সন্ত্রাস, বেকারত্বসহ বিভিন্ন সমস্যার সমাধানের পক্ষে তিনি।


বর্তমান প্রেসিডেন্ট ফিলন জনমত জরীপে অবস্থান করছেন তৃতীয় অবস্থানে। মূলত তাকেই লে পেনের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, স্ত্রীকে বিনা কাজে সরকারী চাকুরীর নামে অর্থ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে। এর ফলে দ্রুতই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি।

নির্বাচনে যা হতে পারে

আগেই বলা হয়েছে যে, প্রথম রাউন্ডে কোন প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাবেন না। ধারনা করা হচ্ছে, মেরিনে লে পেন ও ম্যাক্রন এর মধ্যে দ্বিতীয় রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে। তবে মজার ব্যাপার হল, ২৬ শতাংশ জনপ্রিয়তা নিয়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে থাকলেও, ফ্রান্সের অধিকাংশ মানুষ তার চরম ডানপন্থী নীতির বিরুদ্ধে। এখন পর্যন্ত সবগুলো জনমত জরীপ বলছে যে, প্রথম রাউন্ডে তিনিই বিজয়ী হলেও দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে যাবেন ম্যাক্রন বা ফিলনের কাছে। (ম্যাক্রন বা ফিলন পাবেন ৬০ শতাংশ, লে পেন পাবেন ৪০ শতাংশ) । তবে, জনমত জরীপও যে ভুল হতে পারে, তা তো সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নির্বাচনেই দেখা গিয়েছে।

যে কারনে একজন ফরেক্স ট্রেডারের কাছে এই নির্বাচন গুরুত্বপূর্ণ 

জার্মানির পরেই ইউরোপের দ্বিতীয় প্রধান পরাশক্তি হচ্ছে ফ্রান্স। ফ্রান্স ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন খুবই দুর্বল হয়ে পড়বে। যদি লে পেন নির্বাচিত হয়ে ইউরোর বদলে নিজস্ব মুদ্রা চালু করেন, তাহলে অস্তিত্বের সংকটে পড়বে ইউরো। বর্তমানে, গ্রিসসহ অনেক দেশই ইউরোর মূল্যায়নের কারনে ক্ষতিগ্রস্ত। ফ্রান্স ইউরো থেকে বের হয়ে গেলে, তারাও এর সুযোগ নিতে চেষ্টা করবে। লে পেন নির্বাচিত হলে, ইউরো এর মেজর কারেন্সি পেয়ারগুলো ১০০০ পিপস এর বেশি দুর্বল হয়ে যেতে পারে। এমনকি, EUR/USD এর সর্বকালের সর্বনিম্ন প্রাইসের রেকর্ডও ভেঙ্গে যেতে পারে। অন্যদিকে, ম্যাক্রন নির্বাচিত হলে ইউরো তাৎক্ষনিক কয়েকশ পিপস শক্তিশালী হবে। তবে, ইউরো দীর্ঘমেয়াদে দুর্বল থাকায়, তা খুব বেশি সময় স্থায়ী নাও হতে পারে।

এটাতো গেল শুধুমাত্র নির্বাচনের দিনের কথা। ফ্রান্সের ইলেকশনের প্রভাব এখনই পড়তে শুরু করেছে ফরেক্স মার্কেটে। সাম্প্রতিক সময়ে যখনই জনমত জরীপে লে পেনের এগিয়ে থাকার খবর আসছে, ইউরো তাৎক্ষনিকভাবে দুর্বল হচ্ছে। এমনটা চলবে ৭ মে পর্যন্ত। আর তাই, নির্বাচনের দিন আপনি ট্রেড করুন আর নাই করুন, চাইলেই এই নির্বাচন থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারছেন না।

ব্রেক্সিটের মতই ফ্রান্সের নির্বাচনের সমস্ত আপডেট পাওয়া যাবে বিডিপিপসে। এছাড়াও, নির্বাচনের দিন FXBD এর  বিশেষ কাভারেজ থাকবে। 


Tuesday

মাইক্রো নাকি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন? - ট্রেড আইডিয়া

অধিকাংশ ট্রেডার সবচেয়ে বেশী যেই সমস্যায় পড়েন ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময়, তা হল তাদের মাইক্রো অ্যাকাউন্ট ওপেন করা উচিত? নাকি স্ট্যান্ডার্ড ওপেন করা উচিত। ফরেক্স মার্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্টে লাভ করতে পারি। অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে। লট/ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।
Forex-Trade-Idea.jpg
পূর্বে ফরেক্স নির্দিষ্ট সংখ্যক লট অনুসারে ট্রেড হল। ১টি লটের স্ট্যান্ডার্ড সাইজ হল ১০০,০০০ ইউনিট। এই ১ স্ট্যান্ডার্ড লট বা ১০০,০০০ ইউনিটের একটি ট্রেড ওপেন করলে প্রতি পিপস পরিবর্তনের জন্য ১০ ডলার করে পরিবর্তন হয়। এতো বড় লট বা ভলিউমে ট্রেড করা সব ট্রেডারদের পক্ষে সম্ভব হয় না। তাই ব্রোকাররা ট্রেডারদের সুবিধার্থে স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্টের পাশাপাশি মিনি, মাইক্রো এবং ন্যানো লটের অ্যাকাউন্টে ট্রেড করার সুবিধা প্রদান করা শুরু করে। কিন্তু মিনি আর ন্যানো লট সাইজের অ্যাকাউন্ট খুব কম ব্রোকারই প্রদান করে এবং জনপ্রিয়ও নয়। মূলত ২ ধরনের লট সাইজের অ্যাকাউন্ট ট্রেডারদের মধ্যে জনপ্রিয়ঃ
  • স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্ট
  • মাইক্রো লট অ্যাকাউন্ট
এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আসল পার্থক্য হল লট সাইজের। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ১ লটে ১০০,০০০ ইউনিট ভলিউম ট্রেড করা হয়। মিনি অ্যাকাউন্টে তার ১০ ভাগের এক ভাগ। মাইক্রো অ্যাকাউন্টে মিনি অ্যাকাউন্টের ১০ ভাগের ১ ভাগ। আর ন্যানো অ্যাকাউন্টে মাইক্রো অ্যাকাউন্টের ১০ ভাগের এক ভাগ। অর্থাৎ, মাইক্রো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ১০০ ভাগের ১ ভাগ। তবে মেটাট্রেডার বেজড ব্রোকারে আপনি ইউনিট হিসাব না করে শুধু লট বা ভলিউম হিসাব করেই সহজে ট্রেড করতে পারবেন। স্ট্যান্ডার্ড এবং মাইক্রো অ্যাকাউন্টে বিভিন্ন লট অনুযায়ী পিপস ভ্যালুর একটি চার্ট নিচে দেয়া হল।

কোন ধরনের অ্যাকাউন্টে ট্রেড করবো?
অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.০০১ ডলার, যা কিনা ১ সেন্ট এর ১০ ভাগের ১ ভাগ। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মাইক্রো লট অ্যাকাউন্টে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। আর ক্যাপিটাল বেশি হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করাই সুবিধাজনক। আপনি যদি সাধারনত ১০ সেন্ট প্রতি পিপস ভ্যালু এর নিচে ট্রেড না করেন তবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। সাধারনত ১০০০$ এর নিচে ক্যাপিটাল হলে মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করাই ভালো।

শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন, এবং তা সব ধরনের লট সাইজের অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশিরভাগ ব্রোকার একটি ট্রেডে সর্বোচ্চ ১০০ লট পর্যন্ত সাইজের ট্রেড করতে দেয়।

কিভাবে বুঝবো আমার ব্রোকার কোন ধরনের অ্যাকাউন্ট প্রদান করে?

প্রায় সকল ব্রোকারই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট প্রদান করে থাকে। কিছু কিছু ব্রোকার ট্রেডারদের সুবিধার্থে এর পাশাপাশি মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করার সুযোগ দেয়। যেমনঃ Hotforex ব্রোকারটিতে স্ট্যান্ডার্ড এবং মাইক্রো উভয় ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। আপনি অ্যাকাউন্ট খোলার সময় বা ব্রোকারের ওয়েবসাইটে অ্যাকাউন্টের ধরন সংক্রান্ত পেইজ থেকে জানতে পারবেন আপনি যেই ব্রোকারে ট্রেড করতে চান তারা কি কি ধরনের লট সাইজের অ্যাকাউন্ট সমর্থন করে। এছাড়া আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার কিংবা লাইভ চ্যাটে জিজ্ঞেস করে এ বিষয়ে জানতে পারবেন।

Sunday

প্রজাপতি উন্নীত গঠন - EUROUSD - ট্রেড আইডিয়া - Butterfly Advanced Formation -

Butterfly Advanced Formation:


(Butterfly Tools) প্রজাপতি সরঞ্জামঃ
* (Fibonacci) ফিবনাচি retracements (38.2% এবং 78.6%)
* (Fibonacci) ফিবনাচি এক্সটেনশন (127.2%)
প্রজাপতি সময়সীমাঃ
* প্রজাপতি উন্নীত গঠন মূলত একটি সুইং ট্রেডিং কৌশল হিসাবে পরিকল্পনা করা হয়েছিল. কিন্তু এটি নিম্ন সময়সীমার উপর কাজ করে.
প্রজাপতি ট্যাকটিক্সঃ
* মার্কেটের মুভমেন্ট ৩ এবং ৪ টি প্রধান ফিবনাচি অঞ্চল চিহ্নিত করার চেষ্টা করুন. এই প্যাচসমূহ সমন্বয় পয়েন্ট (X, A, B, C, D) যে গঠন পূর্ণ ফর্ম।
প্রবৃত্তি নিয়মঃ
নির্ণায়ক ১ঃ প্রজাপতি উন্নীত গঠন শুরু হয় একটি প্রৈতি পা/ নোঙ্গর পা দিয়ে যা আমাদের X এবং A পয়েন্ট স্থাপন করা হয়।

এবার X এবং A পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, তাহলে আমরা আমাদের প্রথম মানদণ্ড অনুসরণ করবো।
বৈশিষ্ট্য ১ঃ বাজার কাঠামো অনুযায়ী অন্ততপক্ষে B বিন্দু XA অনুসারে একটি 78.6% retracement পূরক দ্বারা সম্পূর্ণ করবে।
দ্রষ্টব্যঃ AB এর অবশিষ্টাংশ বৈধ স্থানান্তরের পর সেখানে অন্তত XA একটি 78.6% retracement এবং এটি আগের X অনুযায়ী প্রসারিত হবে না, শুধু candlewick এখানে গণনা করা হয়। Candle এর সমাপ্তি ঘটা গুরুত্বপূর্ণ নয়।
ট্রেড এন্ট্রির নিয়মঃ নির্ণায়ক ২
বৈশিষ্ট্যঃ যদি নির্ণায়ক ১ পূরণ করা হয়, তাহলে নির্ণায়ক ২ দেখুন।
নির্ণায়ক ২ঃ বাজার কাঠামো অনুযায়ী অন্ততপক্ষে C বিন্দু AB অনুসারে একটি 38.2% retracement পূরক দ্বারা সম্পূর্ণ করবে।
দ্রষ্টব্যঃ BC এর অবশিষ্টাংশ বৈধ স্থানান্তরের পর সেখানে অন্তত AB একটি 78.6% retracement এবং এটি আগের A অনুযায়ী প্রসারিত হবে না, শুধু candlewick এখানে গণনা করা হয়। Candle এর সমাপ্তি ঘটা গুরুত্বপূর্ণ নয়।
ট্রেড এন্ট্রির নিয়মঃ নির্ণায়ক ৩
বৈশিষ্ট্যঃ ১ এবং ২ পূরণ করা হয়েছে, তাহলে নির্ণায়ক ৩ দেখুন।
নির্ণায়ক ৩ঃ বাজার কাঠামো অনুযায়ী D বিন্দু (এন্ট্রি পয়েন্ট) AB অনুসারে একটি 127,2% এক্সটেনশন পূরক দ্বারা ফর্ম।
দ্রষ্টব্যঃ D বিন্দু সবসময় আগের X কে প্রসারিত করবে।
ট্রেড ব্যবস্থাপনাঃ এন্ট্রি, স্টপ & লক্ষ্যমাত্রা.
প্রজাপতির এন্ট্রিঃ ট্রেড অর্ডার D সমাপ্তির সময়ে স্থাপন করা হয়।
প্রজাপতির লক্ষ্য ১ঃ AD অনুসারে 38.2% retracement. যখন অবস্থানের অর্ধেক অর্জিত হবে ট্রেড বন্ধ হবে এবং বিরতি থাকবে।
প্রজাপতির লক্ষ্য ২ঃ AD অনুসারে 61.8% retracements.
প্রজাপতি স্টপ বসানোঃ যেহেতু এন্ট্রি এই প্যাটার্ন মধ্যে X অতিক্রম করে তাহলে ২ *ATR +/- D বন্ধ অথবা ১ঃ১ প্রথম টার্গেটের মাপা দূরত্ব ।

Wednesday

ফরেক্সে লাভবান ট্রেডার হয়ে ওঠা যায় কিভাবে এবং কি রকম সময় লাগে? - Forex Profit Tips

ফরেক্সে সবাই লাভ করার জন্যই আসেন। কিন্তু সবাই কি ফরেক্স ট্রেডিং শুরু করেই লাভ করা শুরু করে দিতে পারেন? পারেন না। ফরেক্স ট্রেডিং বা যেকোনো বিনিয়োগনির্ভর ব্যবসা করতে গেলে জানার পরিধিকে অনেক বাড়াতে হয়, শিখতে হয় অনেক কিছু। এ শেখাটি কেউ লস করে শিকেন, কেউ অন্যকে দেখে শিখেন, কেউ বা পড়ে শিখেন। একেকজনের শিখতেও লেগে যায় অনেক বছর। কেউ কেউ ৩-৪ বছর ধরে ট্রেড করছেন, কিন্তু শিখে উঠতে পারেননি কিছুই, আবার কেউ কেউ ৬ মাসেই হয়তো পরিশ্রম করে মার্কেটকে ভালভাবে দখলে নিয়ে এসেছেন। নতুন ফরেক্স শিখছেন বা অনেক বছর ফরেক্স ট্রেডিং করে ব্যর্থ সবারই একই জিজ্ঞাসা, কবে লাভবান ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবো। এ লেখায় আপনার সেই প্রশ্নের উত্তর মিলবে।

ফরেক্সে লাভবান ট্রেডার হয়ে ওঠা যায় কিভাবে?

লাভবান ফরেক্স ট্রেডার হতে কতদিন লাগে, এই প্রশ্নের চাইতে একজন ট্রেডারের যেই প্রশ্নটি করা গুরুত্বপূর্ণ তা হল একজন লাভবান ট্রেডার কিভাবে হয়ে ওঠা যায়। সেই লাভবান ট্রেডার হয়ে ওঠার গুনগুলো অর্জন করতে আপনার যতদিন লাগবে, ঠিক ততদিন সময়ই প্রয়োজন হবে আপনার একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে। মনে রাখতে হবে, যেকোনো বিষয়ে সফল হবার পূর্বশর্ত হল সে বিষয়ে প্রচুর অভিজ্ঞতা লাভ। সাফল্যের কোন শর্টকার্ট নেই, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। ফরেক্স ট্রেডিংয়ের মূল সমস্যা হল আপনি ট্রেড করতে গিয়ে আসে-পাশের বিভিন্ন ট্রেডারদের লোভনীয় অফার-স্ক্রিনশট দেখে নিজেকে বিভ্রান্ত করে ফেলবেন। বেশিরভাগ ট্রেডার তাই করেন। তাই ১০০ তলা সাফল্যের বিল্ডিংয়ে বেশিরভাগ ট্রেডার সিঁড়ি রেখে ঝুঁকিপূর্ণ লিফট দিয়ে উঠতে চেষ্টা করে, মাঝ পথে লিফট আটকে যায়। তারপর আবার নেমে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেন, মাঝে আবার লোভনীয় লিফট দেখে আবার শর্টকার্ট মেরে ওঠার চেষ্টা করেন। কিন্তু লোভনীয় লিফটগুলো কখনোই গন্তব্যে পৌঁছতে পারে না। সাফলের ১০০ তলায় উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়েই কষ্ট করে উঠতে হবে। কত সময় লাগবে? তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ হল একেকজনের শেখার ক্ষমতা একেকরকম। কিন্তু যারা শর্টকাটে শিখতে গিয়ে এদিক ওদিক লোভে পড়ে বিভ্রান্ত হয়ে পড়েন, তারা ১০ বছর ফরেক্স ট্রেডিং করলেও হয়তো কিছু শিখবেন না, কিন্তু যে সঠিক পথে চেষ্টা করবেন, তিনি হয়তো ৬ মাসেই পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কতদিনে একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারবেন, প্রক্রিয়াটি নির্ভর করে পুরোপুরি আপনার নিজের ওপর।

forex-profit-tips.png
forex-profit-tips

তবে যতই সময় যাবে, আপনার অভিজ্ঞতা ততই বাড়বে, আপনি ততই পরিপক্ক হয়ে উঠবেন। এর কারণ হল বিভিন্ন ধরনের মার্কেট কন্ডিশন এক্সপেরিয়েন্স করা। গ্রিস ক্রাইসিস যে দেখেনি, সে বুঝতোনা যে ইউরো এভাবে দুর্বল হতে পারে, ব্রেক্সিট যেই ট্রেডার দেখেনি, তার পক্ষে বোঝা কঠিন এভাবে পাউন্ড রাতারাতি দুর্বল হতে পারে, ইউরোপ-আমেরিকার নির্বাচনগুলো প্রত্যক্ষ না করলে ফরেক্স মার্কেটে এগুলোর প্রভাব বোঝা কঠিন, এনএফপির বিধ্বংসী মুভমেন্ট না দেখলে ট্রেডারদের পক্ষে বোঝা কঠিন যে একটি নিউজ ডাটা রিলিজ মার্কেটে এভাবে প্রভাব রাখতে পারে। মার্কেটে যে সব কিছুই সম্ভব, কোন প্রাইস লেভেলই যে অসম্ভব নয়, এগুলো বুঝতে হলে মার্কেটের সাথে আপনাকে সময় কাটাতেই হবে। 

তবে...

প্রফিট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানি ম্যানেজমেন্ট। এবং আপনাকে বুঝতে হবে ফরেক্সে একবার লাভ মানেই লাভ না। নিয়মিত লাভ করে যে ট্রেডার, সেই কিন্তু লাভবান ট্রেডার। একবার গ্যাম্বলিং করে বিশাল লাভ করে ফেলেছে, তাকে আপনি লাভবান ট্রেডার বলতে পারেন না। আপনি যদি লাভবান ট্রেডার হতে চান, আপনাকে এমনভাবেই ট্রেড করতে হবে, যাতে নিয়মিত লাভ করতে পারেন। একবার ১০,০০০ ডলারকে ২০,০০০ ডলার বানিয়ে ফেললেন, পরে সেই ২০,০০০ থেকে লস করে আবার ৫০০০ ডলারে চলে আসলেন, আপনি কিন্তু লাভবান ট্রেডার নন। আপনি নিশ্চয়ই চান যে লাভ কম হলেও, লাভটা যেন নিয়মিত হয়। তার জন্য দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট। ট্রেডটাই এমনভাবে করতে হবে যাতে অ্যাকাউন্টে বড় ধরনের লস না হয়। কারণ অ্যাকাউন্ট শুন্য হয়ে গেলে ট্রেড করবেন কি দিয়ে? এই ব্যাপারটি আমিও অনেক পরে এসে বুঝেছি যে ফরেক্সে লাভবান ট্রেডার হতে চাইলে আগে অ্যাকাউন্ট বাঁচাতে হবে। অ্যাকাউন্ট টিকে থাকলে লাভ এমনিতেই আসবে। 

মার্কেট সম্পর্কে আপনার জ্ঞ্যান প্রতিনিয়ত বাড়বে। শিক্ষার কোন শেষ নেই। যতই আমরা শিখতে পারবো, ততই আমাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়বে। কিন্তু তার মানে এই নয় যে নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত না করলে লাভবান ট্রেডার হয়ে ওঠা যাবে না। আবার হুট করেও লাভবান ট্রেডার হয়ে ওঠা যাবে না। অনেক কিছু শিখুন, অনেক কিছু জানুন। সঠিক পথে এগিয়ে যেতে পারলে ১ বছরেই আপনি লাভবান ট্রেডারে পরিনত হতে পারবেন। ১ বছরেই সবাই লাভবান ট্রেডার হতে পারবে তা বলছি না। কিন্তু সঠিকভাবে কিছু বিষয় মেনে চললে, মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে পারলে সম্ভব হবে। আহামরি প্রফিট করতে পারবেন তা নয়। কিন্তু লসের পাল্লা থেকে লাভের পাল্লায় চলে আসতে পারবেন। 

কবে সফল ট্রেডার হয়ে উঠতে পারবো, এটা কোন সঠিক প্রশ্ন নয়। কিভাবে সফল ট্রেডার হয়ে উঠতে পারবো, এটাই সবার প্রশ্ন হওয়া উচিত। এ প্রশ্নের উত্তর পেলেই আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন এবং সফল ট্রেডারে রুপান্তর করতে পারবেন। কবে সফল হব, এ ধরনের প্রশ্ন শুধুমাত্র আপনার লোভই বাড়াবে। আর লোভ থেকেই আমরা বেশী বেশী ট্রেড করি, ঝুঁকিপূর্ণ ট্রেড করি, যার ফলশ্রুতিতে আমরা লস করে ফেলি। কবে সফল হব থেকে দৃষ্টি সরিয়ে যদি আমরা কিভাবে সফল হব সেই দিকে মননিবেশ করতে পারি, তবেই সফল হওয়া যাবে। 

Thursday

ফরেক্সে টিকে থাকতে হলে জানতে হবে এবং মানতে হবে - Forex Market Analysis

***ফরেক্স মার্কেট এ আপনি বছরের পর বছর টিকে থাকতে এসেছেন। এই নই যে আপনি ৫ দিনে ১০ দিনে বা একমাসে কোটিপতি হয়ে যাবেন। আর ফরেক্স করা লাগবে না। তাই টিকে থাকতে হলে লং টার্ম ট্রেড এর বিকল্প নেই। কম লট+পিপ্স বেশি নিয়ে ট্রেড করুন। বেশিদিন ট্রেড ধরে রাখার চেস্টা করুন। বিশেষ করে সাপোর্ট, রেসিস্টেন্স অথবা রিট্রাস পর্যন্ত। আশা করি সফল হবেন।**



নিচে কয়টি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের উত্তর দিয়ে আমার আজকের লেখাটি শেষ করবো সাথে থাকছে নতুন অথবা পুরাতন দের জন্য খুব সহজ এবং প্রফিটেবল একটা স্ট্রাটেজি। (যারা ফরেক্স এ এখোনো লুজার স্ট্রটেজিটা শুধু তাদের জন্য।)

১। ফরেক্স কি আসলেই কঠিন?
২। ফরেক্স এ কি আসলেই কন্টিনিউ প্রফিট করা যায়?
৩। আমি কেন বার বার লস করি?
৪। লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেন?
৫। মার্কেট কেন বার বার আমার সাথেই প্রতারণা করে?
৬। কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার লুজার বা টিকে থাকতে পারে না?
বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি।

ফরেক্স কি আসলেই কঠিন?

ফরেক্সকে অনেকে যত কঠিন মনে করে ফরেক্স কি আসলেই অতটা কঠিন? না সবাই যততা কঠিন মনে করে বা বলে, ফরেক্স আসলে অতটা কঠিন নই। ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েই ফরেক্স থেকে ১০-২০% আয় করা যায়। আর তা করতে হলে আপনাকে জানতে হবে, মানতে হবে এবং মানতে হবে। ফরেক্স কে আমরা কঠিন করে ফেলেছি আমাদের নিজেরি কর্মের জন্য। কঠিন তখনি হয় যখন আমরা আমাদের মানি এর ম্যানেজমেন্ট করতে পারি না। মুল মানি হিসেবে রিস্ক অনেক নিয়ে ফেলি তখনি ফরেক্স কঠিন হয়ে যায়। আমরা ফরেক্স সম্পর্কে অনেক পড়াশোনা করি অনেক স্ট্রাটেজি ফলো করি কিন্তু বেশিদিন সেটা মানতে পারি না। মানতে না পারলে ভাই ফরেক্স খুব কঠিন এটা বাস্তব সত্য।

ফরেক্স এ কি আসলেই কন্টিনিউ প্রফিট করা যায়?

ফরেক্স একটা বিজনেস। ফরেক্স কে বিজনেস হিসেবে যারা নিতে পেরেছে তারা ফরেক্স থেকে খুব ইজি ভাবে ফরেক্স থেকে কন্টিনিউ প্রফিট করে যেতে পারে। আর যারা ফরেক্স কে টাকা ইনকামের ম্যাশিন মনে করে তারা ফরেক্স এ কন্টিনিউ প্রফিট করা তো দুরের কথা মুল পুজিটাও হারিয়ে ফেলে। উদাহরণ হিসেবে বলি আপনি ব্যবসা করার জন্য যদি কোন যায়গায় পুজি ইনভেস্ট করেন ধরেন ২০০০০ (বিশ হাজার) আয় করার জন্য, তাহলে সেখানে কত ইনভেস্ট করতে হয়। মিনিমাম ৫ থেকে ১০ লক্ষ টাকা তাই নই কি? ব্যবসার ধরণ ভেদে একটু আলাদা হতে পারে। আয় ২% থেকে ৫%। আর ফরেক্স ও সেরকমি একটা ব্যবসা তবে কেন ফরেক্স থেকে সীমাহীন আয় করার কথা ভাবেন? অল্প ইনভেস্ট করে বেশি প্রফিট কিভাবে আশা করেন? ব্যবসার মত নিন দেখুন কত ইজি ভাবে কন্টিনিউ প্রফিট করতে পারেন। কন্টিনিউ প্রফিট করতে বা ধরে রাখতে হলে ব্যবসার নিয়ম জানতে হবে এবং মানতে হবে। ১০-২০% নিয়ে সন্তুস্ট থাকতে হবে।

আমি কেন বার বার ফরেক্স এ লস করি?

ফরেক্স এ লস করার বিভিন্ন কারণ আছে। ট্রেন্ড এর বিপোরিতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক যায়গায় না দেয়া, ওভার লট ব্যবহার করে একাউন্ট #ক্যাড়াব্যাড়া# করে ফেলা। ওভার লট এর উপর আবার ওভার ট্রেড করা। একাউন্ট জিরো। এগুলো আসলে খুবি গুরুত্তপুর্ণ ফরেক্স এ কন্টিনিউ লস কমাবার জন্য। এগুলো ধরে, বুঝে মানতে পারলে ফরেক্স এ মাস শেষে অন্তত লসে থাকবেন না।

লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেন?

ফরেক্স এ ট্রেড দেয়ার আগে আমরা যত পরিকল্পনা/চিন্তা না করি ট্রেড দেয়ার পরে আমরা চিন্তা বেশি করি। ট্রেড দেয়ার আগে আমরা বেশি ভাবি না যে এখান থেকে আসলেই ট্রেড দেয়া ঠিক কি ঠিক না। কিন্তু ট্রেড দিয়ে ফেলার পর মার্কেট একটু নেগেটিভ গেলেই ভাবি যে এখান থেকে ট্রেড দেয়া ঠিক হয়নি। আর পরে সেই ট্রেড বা লাভের ট্রেড অল্প প্রফিট এই ক্লোজ করে দেই। মার্কেট তো আপ, ডাউন হবেই। এটাই মার্কেট এর নীতি। এই নয় যে আপনি যেখান থেকে ট্রেড দিলেন সেখান থেকে সেই সময় ই মার্কেট আপনার পজিটিভ এ যাওয়া শুরু করবে? আপনার ইমোশন কে নিয়ে মার্কেট একটু খেলা করবে না? তা কি হয়? মার্কেট দেখবে না যে আপনি কতটা ধৈর্যশীল? আর ধৈর্য না থাকার কারণে লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। সাথে ইমোশন তো পিছে লেগেই আছে।

মার্কেট কেন বার বার আমার সাথেই এমন করে?

আপনি একটা ট্রেড দিলেন আর তখন থেকেই মার্কেট আপনার বিপোরিতে যেয়ে আপনার স্টপ লস নিয়ে আবার মার্কেট এর গতিতে চলতে থাকে। শুধু আপনার সাথে নই মার্কেট সবার সাথেই একি আচরন করে। এই আচরনের সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন না বলে মনে হয় আপনার সাথেই এরকম আচরণ করে। আপনি যেখান থেকে লস করছেন আরেকজন দেখেন সেখান থেকেই লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছে।একটা কথা চিন্তা করেন তো একটা মেজর মার্কেট এর এভারেজ বাৎসরিক মুভমেন্ট রেঞ্জ কত? ১০০০-২০০০ পিপ্স। আমরা জানি একটা পেয়ার এক বছরে এই পিপ্স এর ভিতরে অনেক বার বার আপ হয় আবার অনেক বার ডাউন হয়। আর আপনি এই মার্কেট এ কি করতে এসেছেন ব্যবসা করে টিকে থাকতে তাই না? তাহলে মার্কেট ৫০০ পিপ্স বিপোরিতে গেলে আপনি হতাশা গ্রস্থ হয়ে যান কেন? এক মাসে ৫০০ পিপ্স একদিকে যেতেই পারে। ট্রেন্ড দেখুন কি কারণে গেল বুঝার চেস্টা করুন। আর এই মুভমেন্ট এ ডেইলি ট্রেন্ড এর পরিবর্তন হয়েছে কিনা দেখুন। পরিবর্তন হলে নিজের মুভমেন্ট ও চেঞ্জ করে নিন আর না হলে আগের মতই ভাবুন। একটা মার্কেট এর ডেইলি ট্রেন্ড চেঞ্জ হউয়া অত সহজ না ভাইজান। চেঞ্জ হলে অনেক বোঝার সুযোগ দিবে আপনাকে যে আমি চেঞ্জ হলাম বা হব বা হচ্ছি। তবে কিসের এতো টেনশন? নিজের গন্ডির পরিধিকে বাড়ান। মার্কেট কে সবসময় ১০০০-২০০০ পিপ্স মুভমেন্ট মনে করে ট্রেড করুন। ব্যাকআপ রাখুন। লট সাইজ কম রাখুন। ১০০০ ডলার এ আমার মতে ০.০১ লট ই ভাল এর বেশি যে নিবে সে তার ট্রেড স্ট্রাটেজি হিসেবেই করবে।

কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না?

ফরেক্স একটা ব্যবসা। কিন্তু ফরেক্স কে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা না করে জুয়ার মত করে ভাবি। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে। এমনকি সেফটি চাউল, ডাউল, গম, ভুট্টা এগুলোর দাম ও ২০-৩০% বাড়ে অথবা কমে। এই ব্যবসা করে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে ফরেক্স থেকেও আপনি আয় করতে পারবেন। শুধু কনসেপ্ট টা পরিবর্তন করুন। আপনার ধারণা টা পাল্টান। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এই কনসেপ্ট ৯০-৯৫% ট্রেডার নিতে পারে না বলেই এ মার্কেট এ টিকে থাকতে পারে না। খেয়াল করে দেখুন মার্কেট কিন্তু ২-৩% মুভ করলেই ৫০% ট্রেডার নাই হয়ে যায়। আর ৫% মুভ করলে ৮০% ট্রেডার। বাকি যেই ২০% ট্রেডার থাকে তাদের ভিতরো ১০-১৫% ট্রেডার নাই হয়ে যায় আরকেটু মুভ করলে। টিকে থাকে লাস্ট ৫-১০% ট্রেডার। আর এই ৫-১০% ট্রেডার ই মার্কেট এ অভিজ্ঞতা সম্পন্ন আর এরাই সারাজিবন টিকে থাকে। এরা জানে মার্কেট যখন তখন ১০-২০% মুভ করতে পারে। আর সেই ব্যাকআপ রেখেই এরা ট্রেড করে বলে আজিবন টিকে থাকতে পারে। বলে রাখি EURUSD ১১০ পিপ্স মুভ করলে কারেন্সির ১% মুভ আর ৫৫০ পিপ্স মুভ করলে তার ৫% মুভ হয়। তবে কেন এই ৫% মুভ এই একাউন্ট ক্যাড়াব্যাড়া হয়। কারণ ধরতে হবে পরে মানতে হবে। লট সাইজ সে অনুপাতে সেট করে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি থাকবেন সেই সফল ৫-১০% এর দলে। এখন ভাবুন আপনি এই দলে থাকবেন নাকি ১০০-৫০০ পিপ্স মুভমেন্ট এ একাউন্ট ক্যাড়াব্যাড়া করে সেই দলে থাকবেন। সফলতার চাবি আপনার হাতে।#

***উপরের কথাগুলোর মাঝে অনেক অসমাপ্ত কথা আছে আর সেই অসমাপ্ত কথাগুলো পরিপুর্নতা লাভ করবে নিচের এই স্ট্রাটেজির মাধ্যমে।***

স্ট্রাটেজিঃ এ স্ট্রাটেজির সেফটির জন্য প্রয়োজন স্টান্ডার্ড একাউন্ট এ ১০০০ ডলার আর মাইক্রো/সেন্ট একাউন্ট এ ১০০ ডলার
স্ট্রাটেজির ধরণঃ প্রাইজ একশন।
#সিলেক্টেড কারেন্সি পেয়ারঃ EURUSD, GBPUSD, USDJPY, AUDUSD, NZDUSD
#চার্টঃ ফ্রেশ চার্ট। ফুল্লি পরিস্কার চার্ট। কোন ইন্ডিকেটর, রোবট থাকবে না শুধু ক্যান্ডেল স্টিক থাকবে।
#লট সাইজঃ স্টান্ডার্ড একাউন্ট এ ০.০১ লট পার পিপ্স ১০ সেন্ট ভ্যালু, মাইক্রো/সেন্ট একাউন্ট এ ০.১০ লট পার পিপ্স ১ সেন্ট ভ্যালু।
#স্ট্রাটেজির মাসিক এভারেজ আয় ১০-২০%। যেহেতু মাসিক আয় ১০-২০% তাই এখান থেকে আপনার চাহিদা মেটাতে হলে ১০০০-২০০০ ডলার (৮০০০০-১৬০০০০টাকা) ইনভেস্ট থাকতে হবে(মাসিক ১০,০০০-২০,০০০টাকা আয় করার জন্য)(গল্পের মত হলেউ সত্য)। ১০০ ডলার ইনভেস্ট এ জাস্ট শিখতে পারবেন আর পরবর্তিতে অগ্রসর হবার দিক নির্দেশনা পাবেন।
ট্রেড সিস্টেমঃ মার্কেট এর ডেইলি সাপোর্ট এবং রেসিস্টেন্স দেখুন ফ্লোটিং ক্যান্ডেল বাদে এক বছরের রেঞ্জ দেখুন। ফ্রেশ চার্ট এ এটা ভালভাবে দেখতে পারবেন। এর ভিতরের পিপ্স কে চার ভাগে ভাগ করুন।
উদাহরণ হিসেবে দেখুনঃ EURUSD ট্রেন্ড রেঞ্জিং। ডেইলি হাই ১.১৬০০ ডেইলি লো ১.০৮০০। পিপ্স পরিমান ৮০০/৪ = ২০০ পিপ্স।
GBP ট্রেন্ড ডাউন। ডেইলি হাই ১.৩৫০০ লো ১.২৭০০ পিপ্স পরিমান ৮০০/৪=২০০
USDJPY ট্রেন্ড ডাউন। ডেইলি হাই ১.০৭০০ ডেইলি লো ০.৯৯০০ পিপ্স পরিমাণ ৮০০/৪=২০০
AUDUSD ট্রেন্ড আপ। ডেইলি হাই ০.৭৮০০ লো ০.৭১০০ এটাও প্রায় ২০০ পিপ্স স্টেপ
NZDUSD ট্রেন্ড আপ। ডেইলি হাই ০.৭৫০০ লো ০.৬৯০০ পিপ্স পরিমাণ ৬০০/৪=১৫০

করনিয়ঃ ২০০ পিপ্স পর পর ট্রেড নিবেন আপ থেকে সেল ডাউন থেকে বাই ০.০১ লট এ। এখোন কার সবচেয়ে কঠিন মার্কেট দিয়ে উদাহরণ দেই। বলুন তো এখোন সবচেয়ে কঠিন মার্কেট কোনটা? GBPUSD তাই না?
হ্যা GBPUSD আপ ১.৩৫০০ । আর ডাউন ১.২৭০০ যা ইনভ্যালিড হতে পারে ১.২৬ অথবা ১.২৫ ও আসতে পারে যা হবার পরেই বলা যাবে।
GBPUSD সেল পজিশন ১.২৯০০ দ্বিতীয় সেল ১.৩১০০, বাই পজিশন ১.২৮০০ দ্বিতীয় ১.২৬০০
EURUSD বাই পজিশন ১.১১০০ দ্বিতীয় ১.০৯০০ সেল পজিশন ১.১২০০ দ্বিতীয় ১.১৪০০
USDJPY বাই পজিশন ১০২ দ্বিতীয় ১০০ সেল পজিশন ১০৩ দ্বিতীয় ১০৫
AUDUSD বাই পজিশন ০.৭৬০০ দ্বিতীয় ০.৭৪০০ সেল পজিশন ০.৭৭০০
NZDUSD বাই পজিশন ০.৭২০০ দ্বিতীয় ০.৭০০০ সেল ০.৭৩০০ দ্বিতীয় ০.৭৫০০








** বলে রাখি মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই এসব লেভেল যখন অতিক্রম করবে তখন নিজেকেউ সেভাবে মানিয়ে নিবেন। আপনার মুভমেন্ট ও সেদিকে করে নিবেন। আর এর জন্য যথেস্ট সময় পাবেন। সুযোগ অনেক দিবে নিজেকে পরিবর্তন করে নেয়ার। বেস্ট অফ লাক**

#টেক প্রফিট নিবেন পার ট্রেড এ ২০০ পিপ্স, স্টপ লস নিবেন ম্যানুয়াল অথবা অস্বাভাবিক মুভমেন্ট এর জন্য ৫% রিস্ক এ দিয়ে রাখতে পারেন। যদিও স্টপ লস নেয়া কাম্য না। মার্কেট এভারেজ প্রফিট এ ক্লোজ করা। ইমোশন কে দূরে রেখে। আর বড় নিউজ ইভেন্ট যেগুলোতে মার্কেট ১০০০-৩০০০ পিপ্স মুভ করার সম্ভাবনা থাকে যেমন ব্রেক্সিট, সে নিউজ ইভেন্ট এ স্টপ লস একটু কাছে নিয়ে আসবেন ২% রিস্ক এ। নিক না একটা স্টপ লস। যদি দেখেন নিউজ এ কোন প্রভাব পরে নি তখন আবার আগের অবস্থায় স্টপ লস নিয়ে যাবেন। আশা করি বছরে দুই একটা স্টপ লস নিবে কিনা সন্দেহ। কিন্তু প্রফিট করতে পারবেন সারা বছর রিস্ক ফ্রি। কোন ইমোশন ছাড়াই। মার্কেট এ বেশি নজর দেয়াও লাগবে না। জাস্ট দিনে দুই একবার নজর দিলেই হবে।

# ট্রেড সংখ্যাঃ যেহেতু সব পেয়ার USD রিলেটেড সেহেতু USD রিলেটেড পক্ষে অথবা বিপক্ষে ৫টা ট্রেড রানিং রাখবেন। পক্ষে অথবা বিপক্ষে ৫টার বেশি ট্রেড রাখবেন না। ৫টার বেশি মানে এই নয় যে আপনি মুল মার্কেট এ ৫টা তা কিন্তু নয়। উদাহরনঃ যদি GBPUSD ২টা বাই আর EURUSD ২টা সেল দেন তাহলে মার্কেট এ কিন্তু আপনার কোন ট্রেড থাকলো না। USD এর পক্ষে ২টা বিপক্ষে ২টা = সমান। GBPUSD ২টা বাই EURUSD ২টা সেল AUDUSD ২টা বাই এর অর্থ আপনার USD এর বিপক্ষে মাত্র ২টা ট্রেড আছে মার্কেট এ। যদিও মুল মার্কেট এ ৬টা ট্রেড। এভাবে আপনি মার্কেট এ ২০টা ট্রেড রানিং রেখেউ একমাত্র USD এর পক্ষে অথবা বিপক্ষে ৫টা ট্রেড রাখতে পারেন কোন সমস্যা নেই। এক্ষেত্রে আপনি ১০০০ ডলার এ ১০,০০০ পিপ্স এর ব্যাকআপ পাবেন। যা জিরো করা মার্কেট এর পক্ষে সম্ভব না। কিন্তু প্রফিট বের করে নিয়ে আসা খুব সহজ। খুব জটিল তাই না? হ্যা জটিল বিষয় সহজ করে নিয়ে আশার জন্য কমেন্ট বক্স ফাকা থাকলো। যার যেটুকু জানার দরকার প্রশ্ন করবেন আমি চেস্টা করবো সমাধান দেয়ার। এভাবে মাসে ১০-২০টা ট্রেড ক্লোজ করতে পারলে আপনার টার্গেট পুরণ হয়ে যাবে।

# যা পাবেন এই সিস্টেম থেকেঃ আপনি অনায়াসে ১০-২০% আয় করতে পারবেন। খুব লো রিস্ক এ। আর মাস শেষে অথবা এক প্রান্তিক এ আপনার সমস্ত লসের ট্রেড ক্লোজ করে দিয়ে নির্দিস্ট প্রফিট নিয়ে সন্তুস্ট থাকতে পারবেন। বেশি জ্ঞান এর দরকার হবে না। জাস্ট ফরেক্স এর প্রাথমিক জ্ঞান নিয়েই এই সিস্টেম শুরু করে ইজিলি আয় করতে পারবেন।

*** পরিশেষে একটা কথা বলি অনেকে বলবেন স্টপ লস বেশি বা ম্যানুয়াল কেন? তাদের বলি আমরা এখানে ব্যবসা করতে এসেছি। অল্প একটু লস হলেই সেটা লস এ বিক্রয় করে দিতে নই। লস টার সীমা দেখে তারপর না হয় লস এ বিক্রয় করে দিব। না হয় একটু বেশিই লস নিলাম বা রিট্রাস করলে কমতেউ পারে লসটা। তাই বলে এই নয় যে আপনি অই লস রিকোভার করতে পারবেন না। এক পেয়ার এ মাসে ৩০০ পিপ্স মানে ৩০ ডলার নেগেটিভ থাকলে অন্য পেয়ার গুলো থেকে দেখবেন ১০০০ পিপ্স ১০০ডলার ইজিলি নিয়ে নিয়েছেন। এভাবে কন্টিনিউ নিতে থাকলে মাস শেষে প্লাস মাইনাস করে দেখবেন অনায়াসে ১০-২০% প্রফিট আপনার পকেট এ ঢূকে যাচ্ছে। খারাপ কি ভাই?

আর একটা কথা বলতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় ট্রেড নেয়া মানে তো মাল্টি। এটা তো রিস্কি। আরে ভাই মাল্টি কাকে বলে? মাল্টি কি রিস্ক ফ্রি করা যায় না? আপনি এখানে ট্রেন্ড দেখে ট্রেড নিচ্ছেন। রিট্রাস থেকে ফাস্ট বাই নিচ্ছেন, সাপোর্ট থেকে দ্বিতীয় বাই আর লোয়ার লো থেকে তৃতীয় বাই। তাউ আবার ডেইলি ক্যান্ডেল এ। ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে ও একি। যা খুব দ্রুত এভারেজ প্রফিট নিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা। আর না হলে তো সেল এ প্রফিট করছেন ই। যখন সাপোর্ট ভেঙ্গে লোয়ার লো তে আসলো এর মধ্যে কি আপনি সেল পাবেন না? অবশ্যই পাবেন। আর প্রফিট করে এভারেজ দেখবেন ভালই পাচ্ছেন। ওই লসটা কিছু মনে হবে না।***

*** আর একটা কথা না বললেই নয় যে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতার মুল্য অনেক। আপনি যত দিন এখানে অতিবাহিত করবেন আর কারেন্ট মার্কেট এ ট্রেড এপ্লাই করবেন তত বেশি শিখতে পারবেন আর আস্তে আস্তে ভাল করতে পারবেন। একবারে সব কিছু সম্ভব না। ***

কমেট বক্স উন্মুক্ত ***হ্যাপি ট্রেডিং***

Sunday

সপ্তাহের কোন দিনটি ট্রেড করার জন্য সেরা?

অনেকেই জানতে চান ফরেক্স ট্রেড করার জন্য কোন দিনটি সেরা, বা আদৌ সেরা কোন দিন রয়েছে কিনা। যেহুতু প্রাইস পরিবর্তিত হয় প্রতি মুহূর্তে, তাই ট্রেড করার সুযোগও পাওয়া যায় প্রায় সবসময়ই। বেশ কিছুদিন আগে FXBD তে একজন জানতে চেয়েছিলেন ট্রেডিং এর জন্য কোনটি ভালো দিন? তার প্রেক্ষিতেই এই লেখাটি লেখা। যারা চাকরী বা ব্যসার জন্য প্রতিদিন ট্রেড করতে পারেন না, তাদেরও লেখাটি কাজে লাগবে।

সপ্তাহের সেরা দিন সম্পর্কে ভিন্ন জনের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। কারণ ফরেক্স মার্কেটে একেকজনের ট্রেড করার স্টাইল একেকরকম। এখানে আসলে সবার জন্য সেরা দিন বলতে কিছু নেই, আপনাকে নিজের জন্য সেরা দিন বানিয়ে নিতে হবে। যেই দিনে ট্রেড করা আপনার জন্য সুবিধাজনক বা আপনার জন্য ভালো, সেটাই আপনার কাছে সেরা দিন। 

forex-trade-news.png
FXBD: ফরেক্স ট্রেড নিউজ
এক্সপার্টরা মতে কোন দিনটি সেরা?

ফরেক্স মার্কেটে এক্সপার্ট ট্রেডার বলতে কিছুই নেই, সব মিডিয়ার সৃষ্টি। তবে বেশিরভাগ ট্রেডার যারা দীর্ঘ সময় ধরে ট্রেড করে আসছেন, তাদের মতে ট্রেড করার জন্য সপ্তাহের মাঝের দিনগুলো অন্য দিন থেকে উত্তম। তারমানে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার। অপরদিকে এর অর্থ দাড়ায় সোমবার আর শুক্রবার খুব একটা সুবিধার নয়। কেন এই অভিমত? এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

সোমবারঃ ফরেক্স মার্কেট সোমবারে শুরু হয়। কিন্তু যারা নিয়মিত ফরেক্স ক্যালেন্ডার চেক করেন, তারা নিশ্চয়ই জানেন কিছু কিছু সপ্তাহে সোমবার কিছু কিছু দেশে ব্যাংক হলিডে থাকে। তাই ধরুন আগামী সোমবার যদি মেজর কয়েকটা দেশ যারা ফরেক্স মার্কেটে ভালো প্রভাব ফেলে, তাদের ব্যাংক বন্ধ থাকে, তাহলে সোমবারে মার্কেটে প্রাইস মুভমেন্ট সাধারণ সময়ের থেকে তুলনামুলক কম হবে। আমাদের বেশিরভাগ ট্রেডারের কাছেই প্রাইস যত বেশি পরিবর্তিত হবে, লাভ হওয়ার সুযোগ তত বেশি। তাই এ দিনগুলোতে অনেকেই ট্রেড করে খুব একটা মজা পান না। এছাড়া সোমবারে অনেক সময় মার্কেট গ্যাপ নিয়েও ওপেন হয়। গ্যাপ ফিল আপ হওয়া ইত্যাদি নিয়ে অনেকেই আসলে কোনদিকে ট্রেড দিবেন সেটা ঠিক করে উঠতে পারেন না। অনেকসময় নতুন সপ্তাহে মেজর ট্রেন্ড পরিবর্তন হয়, তাই অনেক ট্রেডার নতুন ট্রেন্ড বুঝে উঠার জন্য সোমবারে কিছুটা কনফিউজড থাকেন।

শুক্রবারঃ আমার প্রথম অ্যাকাউন্ট শূন্য হয় শুক্রবারে। শুক্রবার পবিত্র দিন হলেও অনেকে এর নাম দিয়েছে ব্ল্যাক ফ্রাইডে। কারণ NFP এর মত কিছু নিউজ রিলিজ হয় এই শুক্রবারে। আর হ্যাঁ, আমার প্রথম অ্যাকাউন্ট শূন্য হয়েছিল এক শুক্রবারের NFP তেই। এমনিতেই শুক্রবারে দিনের শেষের দিকে মুভমেন্ট একদম পরে যায়। অপরদিকে নিউজ টাইমে বড় বড় প্রাইস মুভমেন্ট ঘটে। ভালো করে খেয়াল করলে দেখবেন আপনি যতগুলো স্লিপপেজের শিকার হয়েছেন, তার অধিকাংশই শুক্রবারে। স্লিপপেজের ধাক্কায় আপনার ঠিক করে দেয়া SL ছাড়িয়ে লস চলে যায় অনেক সময়। এ সমস্ত কারণে শুক্রবার অনেক ট্রেডারই ট্রেড করতে সাহস পান না। বেশিরভাগ ট্রেডারকে জিজ্ঞেস করলে জানতে পারবেন তাদের অ্যাকাউন্ট খালি হয়েছে এই শুক্রবারেই। তবে ভালো প্রফিট তোলার জন্য এই শুক্রবারের জুরি নেই। বড় মুভমেন্ট যেমন আপনাকে লস করাতে পারে, সেভাবে লাভও করাতে পারে। 
 
forex-trade-time.png
Forex Trade Time

বাকি দিন গুলোঃ মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই ৩ দিন গড়ে প্রতিটি পেয়ারে সবচেয়ে বেশি প্রাইস মুভমেন্ট হয়। এই দিনগুলোতে প্রাইসের মুভমেন্ট রেঞ্জ আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। এই তিন দিন মার্কেট সবচেয়ে ব্যস্ত থাকে, এবং যত ব্যস্ত মার্কেট তত প্রফিট এবং লস করার সুযোগ। বিশেষ করে বৃহস্পতিবার বেশি পরিমাণ নিউজ থাকে এবং পিপস মুভমেন্ট বেশি হওয়ায় ট্রেডারদের লাভের সুযোগও বেশি থাকে।

যদিও রবিবারে মার্কেট বন্ধ থাকে, ট্রেড করা যায় না, তবুও বিভিন্ন ঘটনায় প্রাইসের কিছু আপ-ডাউন ঘটে, যা কিনা বেশিরভাগ সময় মার্কেট ওপেন হওয়ার আগেই পূর্বের অবস্থার কাছাকাছি চলে আসে। তাই ওপরের চার্টে রবিবারের মুভমেন্টও দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন হলিডে বা ছুটির দিনগুলোও ট্রেড করার জন্য খুব একটা ভালো নয়, যেমন - ক্রিসমাস, নতুন বছর, ইস্টার ইত্যাদি। যেসব দিনে হাই ভোল্টেজ নিউজ বা ইকোনমিক ইভেন্ট থাকে, সেসব নিউজ বা ইভেন্ট সম্পর্কে আপনার পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সেই দিনগুলোও আপনার জন্য খারাপে পরিনত হতে পারে। তবে কোন নির্দিষ্ট দিনই আপনার জন্য খারাপ নয়, যদি তাকে আপনি তাকে আপনার নিজের সেরা দিনে পরিনত করতে পারেন।

Saturday

আসলেই কি আপনার ফরেক্স ট্রেডিং করা উচিত?

আপনি এই লেখাটি পড়ছেন, তার মানে আপনি বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, পূর্বে কখনো করেছেন বা ফরেক্স নিয়ে শুনেছেন, আগ্রহ রয়েছে এবং ভবিষ্যতে করতে আগ্রহী। যেহুতু ফরেক্স ট্রেডিংয়ের সাথে টাকা-পয়সা জড়িত এমন একটি ব্যবসা, তাই আপনার অবশ্যই ভেবে নেয়া উচিত আপনার আসলেই ফরেক্স ট্রেডিং করা উচিত কিনা। এই লেখায় ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরা হবে, যা আপনাকে অন্যভাবে ভাবিয়ে তুলবে যে আসলেই আপনার ফরেক্স ট্রেডিং করা উচিত কিনা এবং আপনি নিজেকে ফরেক্স ট্রেডিং করে লাভ করতে পারবেন বলে উপযুক্ত মনে করেন কিনা।
forex-trading.jpg

বিভিন্ন ধরণের ব্যবসা রয়েছে। সব ধরনের ব্যবসাতেই লাভ করা সম্ভব। ফরেক্স ট্রেডিংও সেই ব্যবসাগুলোর মধ্যে একটি। কিন্তু সব ব্যবসা কিন্তু সবার জন্য নয়। কিছু ব্যবসা আছে ঠিকমত দিয়ে বসে যদি যেতে পারেন একবার, তাহলে আর চিন্তা নেই। যেমন বসুন্ধরা সিটি মার্কেটের দোকানগুলো বেশ ভালোই চলে। আপনি সেই মার্কেটে একটি দোকান কিনে ফেলে যদি দোকান দিয়ে বসেন, ভালো প্রোডাক্ট থাকলে এমনিতেই ব্যবসা বেশ চলে যাবে। প্রতিদিন মাথা খাটানোর কোন ব্যাপার নেই। বসে বসে হিসাব রাখবেন। গলির মোড়ে দোকান দিয়ে বসাও অনেকটা একই রকম। আবার বড় সফল কোন কোম্পানিতে টাকা খাটিয়ে পার্টনার হয়েও এ ধরনের সহজ নিশ্চিন্ত ইনকাম সম্ভব।

আবার কিছু ব্যবসা আছে যেখানে সর্বদা নিজেকে পরিশ্রম দিয়ে যেতে হয়। সাধারনত নিজের ব্যক্তিগত ছোট উদ্যোগের ব্যবসাগুলো প্রথমদিকে এমন হয়ে থাকে। এই ২য় ধরনের ব্যবসাগুলোতে আপনি বসে বসে খেতে পারবেন না, আপনাকে নিয়মিত কাজ করতে হবে। ফরেক্স ট্রেডিংও এই ২য় ধরনের ব্যবসার মধ্যে পড়ে। ২-৩ বছর ফরেক্স ট্রেডিং করেও অনেক ট্রেডারই আছে যারা একে ঠিক ব্যবসা হিসেবে মেনে নিতে পারেন না। শখ করে কিছু ডলার দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। কিন্তু ফরেক্সে সফলতা পেতে হলে একে অন্য সাধারন ব্যবসার মতই সিরিয়াসভাবে নেয়া জরুরী। অন্য ব্যবসা করলে ট্রেড লাইসেন্স করার প্রয়োজন আছে, ব্যবসা চুক্তিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, অফিসও নিতে হয়, তাই আমাদের মধ্যে এক ধরনের সিরিয়াসনেস কাজ করে। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা ঘরে বসে অ্যাকাউন্ট খুলে ই-কারেন্সি দিয়ে ট্রেড করা শুরু করে দিতে পারি, তাই আমাদের অনেকের কাছেই সিরিয়াস ব্যবসা আর মনে হয় না এটা। অন্য ব্যবসার মত একসাথে বড় টাকা দিয়ে শুরু করতে হচ্ছে না, অফিসের ফার্নিচার, জিনিসপত্র কিনতে হচ্ছে না, তাই ব্যবসাও মনে হচ্ছে না। টুকটাক লস করলে আবার ডিপোজিট করছি আমরা ভেঙ্গে ভেঙ্গে। সাধারন ব্যবসায় যেখানে ২-৩ লাখ টাকা লস খেলেই মাথা খারাপ হয়ে যায়, ১-২ বছরে ফরেক্সে ৫-১০ লাখ টাকা লস খেয়েও অনেকেই খুব একটা আফসোস করেন না। আসলে লস যে হচ্ছে সেটা অনেকেই অনুভব করেন না।

আপনি যদি এ ধরনের মেন্টালিটি নিয়ে ফরেক্স ট্রেডিং করতে আসেন, তবে লস করবেনই। ১ম ধরনের আরামের ব্যবসা ফরেক্স ট্রেডিং না। কিন্তু অনেকেই ফরেক্স ট্রেডিংয়ে আসেন ভুল ধারনা নিয়ে। অনেকে এক্সপার্ট-প্রফেশনাল ট্রেডার সেজে ১০০% লাভের লোভ দেখিয়ে ফরেক্সে বিনিয়োগ করায়, অনেকে মাসে ১০০০ পিপস লাভের লোভ দেখানো সিগন্যাল দেয়, অনেকে হাজার হাজার ডলার ১ দিনেই কামানোর ভুয়া স্ক্রিনশট দেয়। এ সকল কারণে আমরা ভুল ধারনা পাই যে ফরেক্স হল স্বর্ণের খনি। সবাই খনি থেকে স্বর্ণ তুলছে আর আমি তুলবো না? তারপর স্বর্ণ তুলতে এসে সবকিছু খুইয়ে আবার কিছু মাস পর নিজের কাজে ফিরে যাই।

আপনি যদি ভাবেন এক্সপার্ট ট্রেডারদের কাছ থেকে সিগন্যাল দিয়ে, দামি রোবট কিনে, কিংবা প্রফেশনাল ট্রেডারদের সাথে টাকা ইনভেস্ট করে ফরেক্সে লাভ করবেন, তবে এখনই সাবধান হয়ে যান। কারণ বেশিরভাগ ফরেক্স সিগন্যালই ভুয়া, অধিকাংশ রোবট লং টার্মে গিয়ে আর কাজ করে না, আর যেসব ফান্ড ম্যানেজাররা টাকা নিয়ে ট্রেড করে, তারা বেশিরভাগ নিজেরাও লাভ করতে পারেনা, অন্যের টাকা নিয়ে জুয়া খেলে। ভালো ট্রেডাররা নিজের ট্রেডিং নিয়েই ব্যস্ত থাকে, অন্যের টাকার ভার নিয়ে ঝামেলায় পড়তে চায় না। তাই নিজে ফরেক্স ট্রেড করতে না পারলে, অন্যের ওপর নির্ভরশীলতা বাদ দিন। অন্যের ওপর নির্ভরশীল হয়ে ফরেক্সে জীবনেও লং টার্মের জন্য লাভবান হওয়া সম্ভব না, কেউ কখনো পারেনি।

আমার কি আসলেই ফরেক্স ট্রেডিং করা উচিত?

আপনার ফরেক্স ট্রেডিং করা উচিত কিনা সেটা আপনার থেকে আর ভালো কেউই বলতে পারবে না। আমাদের আশে-পাশে অনেক মানুষ রয়েছেন যারা নিজেরা যেগুলো মানে না, কিন্তু মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। ফরেক্সে আপনি এ ধরনের মানুষ অনেক বেশি পাবেন। তাই এ ধরনের মানুষের ভ্রান্ত উপদেশ থেকে নিজেকে ক্ষতিগ্রস্থ না করতে চাইলে, নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে হবে। সবার কাছ থেকে উপদেশ-বুদ্ধি শুনবেন, কিন্তু তারপর নিজে ভাববেন, নিজে সিদ্ধান্ত নিবেন যা মনে হয়। আমাদের বিবেক শত শত মানুষের সাজেশন থেকে ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম। প্রথমে আপনার কাজ হবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে সবকিছু বুঝে নেয়া। পরবর্তীতে অল্প অল্প করে ডেমো এবং স্বল্প ব্যালেন্স নিয়ে রিয়েল ট্রেডিং করবেন। সবসময় দিন/সপ্তাহ শেষে খুঁজে দেখবেন কেন আপনার লস হল, কি ভুল ছিল, আর কি করলে ভুলগুলো পরবর্তীতে এড়িয়ে চলা যাবে। এটা যখন আপনি সিরিয়াসলি করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে দিয়ে আসলেই ফরেক্স হবে কি হবে না। আমাকে বা আরেকজনকে এটা আপনাকে বলে দিতে হবে না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ট্রেডিং হিস্টোরি দেখলেই আপনি বুঝতে পারবেন। আমরা বেশিরভাগ মানুষই যেটা করি তা হল আমরা বুঝি যে আমারা ভালো ভাবে ট্রেড করতে পারছি না, কিন্তু ভাগ্য পরীক্ষা করতে চাই, ভাবি যে চেষ্টা করে দেখি, ভালো লাভ হয়েও যেতে পারে। আমরা টিকে থাকার জন্য ট্রেড করি না, অনেকদিনের জন্য ট্রেডার হব বলে ট্রেড করি না। আমরা আজকে অনেক বেশি লাভ করবো এই লোভে ট্রেড করি বলেই বেশি রিস্ক নিতে পারি, ভুল সিদ্ধান্ত নিতে পারি এবং লস করতে পারি। ফরেক্সের বেশ কিছু বিষয় আছে, যেগুলো কেউ কাউকে শিখাতে পারবে না হাজার চেষ্টা করেও। এগুলো ধাপে ধাপে নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেই শিখে নিবেন, এবং সেই শেখাই শ্রেষ্ঠ শিক্ষা। কোন বিষয়ে সমস্যায় পড়লে বা না বুঝলে প্রশ্ন করবেন, অন্য ট্রেডারদের থেকে সাহায্য পাবেন।

শুধু শুধু ফরেক্স করে টাকা নষ্ট করার দরকার নেই যদি মনে হয় আমাকে দিয়ে হচ্ছে না। আমি আশে-পাশে পরিচিত অনেক মানুষকে চিনি যারা অযথাই ফরেক্স করে সময় এবং টাকা দুটোই নষ্ট করেছেন। আবার এমন বহু মানুষকে চিনি যারা নিজের প্রচেষ্টায় ফরেক্সে অনেক ভালো লাভ করছেন দীর্ঘ সময় ধরে। তাই প্রচুর লস করার আগেই আত্ম-পর্যালোচনা করুন আপনি কোন দলে পরেন। অন্য অনেক সম্ভাবনাময় ব্যবসা আছে আপনার জন্য যেখানে আপনি চেষ্টা করলে ভালো করতে পারবেন। যেই ব্যবসাই করবেন, সেটা যদি ১০০% মন দিয়ে বুঝে করার চেষ্টা করা হয়, তাতে সফল হবেনই। তাই আজই নিজেকে প্রশ্ন করুন আমি আজ যে অবস্থায় আছি, তাতে কি আমি ফরেক্স করার যোগ্য? যদি উত্তর হয় না, তবে ফরেক্স চালিয়ে যেতে চাইলে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন, আর ফরেক্স চালিয়ে যেতে না চাইলে অন্য কিছু মন দিয়ে করার সিদ্ধান্ত নিন। আপনার জন্য শুভকামনা রইলো।

Friday

NFP (নন ফার্ম পে-রোল) নিউজ কি? কিভাবে তৈরি হয় এবং ট্রেড করতে হয়?

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অত্যাধিক ঝুঁকি নিয়ে নিউজ ট্রেড করা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্টের অকাল মৃত্যুর অন্যতম কারণ।

হুমায়ূন আহমেদের নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ এর সেই ব্ল্যাক ফ্রাইডে বাস্তবে বছরে মাত্র একবার আসলেও প্রতি মাসের প্রথম শুক্রবার কোনো না কোনো ফরেক্স ট্রেডারের জন্য ব্ল্যাক ফ্রাইডে। কত শত ট্রেডার যে তাদের ট্রেডিং অ্যাকাউন্টটি শূন্য করে এই দিনে, যে বা না জেনে, তার কোনো ইয়ত্তা নেই। কারন? মজার ব্যাপার হচ্ছে, অধিকাংশ ট্রেডারই অ্যাকাউন্টটা শুন্য করে এই কারনের উত্তর খুঁজে। কারন মূলত একটাই, ইউএস ননফার্ম পেয়-রোল।

নামে ননফার্ম হলেও শুধু কৃষি নয়, সাথে সরকারি কর্মচারী, পরিবারের ব্যক্তিগত কর্মচারী আর অলাভজনক প্রতিস্থানগুলোর কর্মচারীদের বাদ দিয়ে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রতি মাসের প্রথম শুক্রবার প্রকাশ করে পূর্ববর্তী মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা কি আগের থেকে বাড়ল না কমল। শুধু তাই না, বাড়লে কয়টা বাড়ল আর কমলেও কয়টা কমলেও সে সংখ্যাটাও। যেহেতু, কৃষি খাতকে বাদ দিয়েই এই হিসাবটা করা হয়, তাই এর নাম হয়েছে ননফার্ম পেরোল।


কি আছে এই রিপোর্টে যে তা প্রবলভাবে ফরেক্স মার্কেটকে নাড়া দেয়ার ক্ষমতা রাখে? শুধু ফরেক্স বললে ভুল 
হবে, স্টক মার্কেট, বন্ড মার্কেটেও বড় ধরনের পরিবর্তন ঘটে ইউএস ননফার্ম পেরোল বা এনএফপি এর কারনে। প্রথমত, দেশটির নাম আমেরিকা। ঋণ করতে অথবা যুদ্ধ বাঁধাতে ওস্তাদ হলেও এখনো বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি দেশটি। দ্রুত বর্ধনশীল বিশ্বের দ্বিতীয় অর্থনীতি চীনেরও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে লাগবে অনেক বছর যদি তারা বর্তমান প্রবিদ্ধি ধরে রাখতে পারে (ইতিমধ্যেই কমতে শুরু করেছে চীনের প্রবিদ্ধি). সবচেয়ে আশাবাদী ব্যক্তিও আগামী দশকের আগে চীন যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে এমন আশা করেন না।

আর সামরিক শক্তির দিক থেকে তো আমেরিকার ধারে কাছেও কেউ নেই। বলা হয়, আমেরিকা বাদে বিশ্বের শীর্ষ ২০ পরাশক্তির সম্মিলিত সমরশক্তিও এক আমেরিকার সমান নয়। মহাকাশ শাসনেও প্রায় একক আধিপত্য আমেরিকার। গায়ের জোরে ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সিও বানিয়েছে দেশটি।

খরচের দিক থেকেও আমেরিকানদের তারিফ করতে হয়, এখানেও এরা এক নম্বর। আর তাই সারা বিশ্বের বড় বড় সকল কোম্পানির শাখা আছে আমেরিকায়। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে আমেরিকায়, এমনকি আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনেরও সবচেয়ে বড় রপ্তানির বাজার আমেরিকায়।

এখন সেই আমেরিকার অর্থনীতি ঠিকঠাক মত চলছে কিনা সেদিকে নজর রাখা দরকার না? আমাকে আপনাকে কষ্ট না করলেও হবে, এই কাজটি করার জন্য অসংখ্য প্রতিষ্ঠান আছে। বড় বড় কোম্পানিগুলো পাশাপাশি ফরেক্স, ষ্টক ট্রেডাররাও চোখ রাখে আমেরিকার সামগ্রিক অর্থনীতির উপরে। আমেরিকার অর্থনীতি ভালো থাকলে শেয়ার বাজারে সুবাতাস বয় (ডিএসি এর সাথে আবার তুলনা করতে যাবেন না), আর খারাপ হলে ঘটে এর উল্টোটা। প্রভাব পড়ে ফরেক্স মার্কেটেও।

এনএফপি গুরুত্বপূর্ণ এই কারনে যে, আমেরিকার চাকরির বাজারের চালচিত্র মোটামুটি বোঝা যায় এই রিপোর্টের কারনে। চাকরীর সংখ্যা বাড়ল না কমল সেটার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ের উল্লেখ থাকে এনএফপি রিপোর্টে, যেমনঃ
  • মোট কর্মক্ষম জনশক্তির কত শতাংশ বেকার
  • কোন কোন সেক্টরে চাকরি বেড়েছে বা কমেছে
  • ঘণ্টাপ্রতি গড় বেতন
  • পূর্ববর্তী মাসের এনএফপি রিপোর্টের সংশোধন

যেভাবে তৈরি করা হয় এনএফপি রিপোর্টঃ

খুব স্বচ্ছ এবং যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করা হয় এনএফপি রিপোর্ট। প্রথমে, সরকারী বেসরকারি উভয় প্রতিষ্ঠানের কর্মচারীদের তথ্যই যোগাড় করে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো। যেহেতু, প্রায় ২৫ কোটি জনসংখ্যা আছে আমারিকায় এবং এই জনসংখ্যার একটি বড় অংশই কর্মক্ষম, তাই আলাদাভাবে প্রত্যেকের উপর জরিপ চালান সম্ভব না প্রতি মাসে। আর তাই, মার্কিন পরিসংখ্যান ব্যুরো বেছে নিয়েছে স্যাম্পল পদ্ধতি (দৈবচয়ন). প্রতি মাসে ১ লক্ষ ৪১ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের উপর জরিপ চালায় সংস্থাটি আর সরকারি বিভিন্ন এজেন্সি মিলিয়ে প্রতিনিধিত্ব করে প্রায় আরও ৪ লক্ষ ৮৬ হাজার কর্মক্ষেত্র। চিঠি, ইমেইল, ইন্টারনেট অথবা অত্যাধুনিক ইডিআই প্রযুক্তিতে জরিপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের তথ্য পাঠায় পরিসংখ্যান ব্যুরোর কাছে।

এনএফপি রিপোর্টের প্রকাশের বেলায় প্রথম ঝামেলাটা বাঁধে এখানে। ছোটো বড় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাধ্য অনুযায়ী তথ্য পাঠাতে গিয়ে প্রতি মাসে অনেকেই দেরি করে বা সেই তথ্য পেতে দেরি হয় পরিসংখ্যান ব্যুরোর। যেহেতু, এনএফপি রিপোর্ট প্রকাশের তারিখ নির্ধারিত, প্রতি মাসের প্রথম সোমবার, তাই হাতে তা তথ্য আসে তা দিয়েই রিপোর্ট প্রকাশ করে দেয় পরিসংখ্যান ব্যুরো। এই রিপোর্টটি পরে দুইবার সংশোধন করা হয়। প্রথমবার, পরিবর্তী মাসের এনএফপি রিপোর্ট প্রকাশের সময়, দ্বিতীয়বার আরও এক মাস পরে। এছাড়াও পরবর্তীতে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ চলতি এনএফপি রিপোর্ট ও আগের এনএফপি রিপোর্টের সংশোধন।

খুবই ঝামেলার কাজ, তাই না? অথচ দেখুন, এই ঝামেলার কাজটিই কিনা প্রতি মাসে সুন্দরভাবে করে যাচ্ছে মার্কিন পরিসংখ্যান ব্যুরো।

এনএফপি এর প্রভাবঃ
যেহেতু, প্রতি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর একটি হচ্ছে এনএফপি, তাই অনেক ট্রেডারই অপেক্ষা করে বসে থাকে এনএফপি ট্রেড করার জন্য। প্রায় প্রতিটি এনএফপি এর আগেই একই ঘটনা ঘটে। এনএফপির আগে আগে ট্রেডাররা ট্রেড করতে চান না বলে মার্কেটে মুভমেন্ট বা ভোলাটিলিটি কমে যায়, এনএফপি এর ঠিক আগেই শুরু হয় বড় বড় স্পাইক। সেকেন্ডে মার্কেট পরিবর্তিত হয় ৫-১০ পিপস করে।

হটাত করে পাগল হয়ে যাবে মার্কেট। হয় টানা পড়া/বাড়া শুরু করবে অথবা একলাফে ১৫-২০ পিপস করে কমবে/বাড়বে। হারিকেন শুরুর পূর্ব মুহূর্তে সাগর যেমন স্থির থাকে, হটাত করে শুরু হয় বড় বড় ঢেউ এর নাচন, ফরেক্স মার্কেটের অবস্থাও হয় তেমনি। আর এই ঢেউ এ ভেসে গিয়ে সলিল সমাধি ঘটে পিপস সংগ্রহের অভিযানে বের হওয়া মানি মানেজমেন্ট না জানা অসংখ্য ট্রেডারের ট্রেডিং অ্যাকাউন্টটির।

কিভাবে এনএফপি ট্রেড করা যায়ঃ
প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৬:৩০ টায় (এপ্রিল-অক্টোবর) বা ৭:৩০ টায় (অক্টোবর-এপ্রিল) প্রকাশিত হয় এনএফপি নিউজ। রিপোর্টের প্রত্যাশিত ফলাফল (forecast) আগেই ট্রেডাররা জানতে পারে। যদি আসল ফলাফল (actual) এর মান প্রত্যাশার থেকে বেশি হয়, তবে তা ডলারের জন্য ভালো হিসেবে ধরা হয়, এবং সেই কারণে ডলার শক্তিশালী হবার সুযোগ থাকে। অপরদিকে যদি আসল ফলাফল (actual) এর মান প্রত্যাশার থেকে কম হয়, তবে ডলারের জন্য খুব একটা ভালো নয়, অর্থাৎ খারাপ হিসেবে ধরা হয়, এবং এর পরিপ্রেক্ষিতে ডলার দুর্বল হতে পারে। আপনি যদি EURUSD বা GBPUSD ট্রেড করেন, এবং NFP প্রত্যাশার থেকে ভালো আসে তবে এই ২টি পেয়ারের প্রাইস কমতে পারে। আবার প্রত্যাশার থেকে খারাপ আসলে বাড়তে পারে। তবে কি পরিমাণ কমতে বা বাড়তে পারে তা নির্ভর করে প্রত্যাশার থেকে আসল ফলাফলের পার্থক্য কত বেশি বা কম। যদিও কিছু কিছু সময় এই নিউজ মার্কেটে প্রভাব ফেলে না, তবে বেশিরভাগ এন.এফ.পি নিউজে মার্কেটে ব্যাপক মুভমেন্ট হয় এবং ট্রেডারদের কাছে এই নিউজ রিপোর্টটি মার্কেট মুভার হিসেবে পরিচিত।

উদাহরণঃ ধরা যাক, গত মাসে ফলাফল ছিল ৯৬০০০ (96K) এবং এই মাসে আশা করা হচ্ছে ১১৪০০০ (114K). নিউজের ফলাফল যদি ১১৪০০০ (114K) থেকে বেশী আসে, তবে তা ডলারের জন্য পজিটিভ হবে। আর ১১৪০০০ (114K) এর কম হলে তা ডলারের জন্য নেগেটিভ হবে। এনএফপি নিউজের ফলাফল এক্সপেক্টেড থেকে প্রতি ৭০০০০ (70K) পরিবর্তনের জন্য ৭০ পিপসের মত মুভমেন্ট হতে পারে।
 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD