BREAKING NEWS
VIP Contest

মঙ্গলবার

এই সপ্তাহের (১৪- ১৮ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টস - Forex News Events

এ বছরের সবচেয়ে আকর্ষণীয় সপ্তাহ এখন ট্রেডারদের সামনে। ডিসেম্বর মাস এমনিতেই সব ট্রেডাররা একটু রিলাক্সে পার করেন। অনেক ট্রেডারই ট্রেড থেকে নেন ছুটি। ক্রিসমাস আর নতুন বছর সবাইকে আগেই স্পর্শ করে। তবে এবার নিশ্চিন্তে থাকতে পারছেন না কেউই। কারণ দ্বারপ্রান্তে রয়েছে এ বছরের সবচেয়ে এক্সাইটিং ইভেন্ট ফেডের সুদের হার বাড়ানোর ঘোষণা। যদিও সবাই প্রায় নিশ্চিত যে এবারই সুদের হার বাড়ানোর ঘোষণা আসবে, তবুও অনেকেই দ্বিধায় রয়েছেন আসলেই কি ফেড সুদের হার বাড়াবে? নাকি আকর্ষণটা ধরে রাখবে পরবর্তী মাসের জন্য? তবে ঘোষণা যাই আসুক না কেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভালো পরিমান মুভমেন্ট যে হবে সে সম্পর্কে সবাই প্রস্তুত। কারণ পর্যাপ্ত সুদের হার বাড়লে ডলার শক্তিশালী হবে, তার প্রভাব পড়তে পারে মার্কেটে। আর সুদের হার না বাড়ালে তার পরিপ্রেক্ষিতে হতাশা কাজ করবে মার্কেটে। যা ডলারকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ করবে। বা ঘটতে পারে ভিন্ন কোন ঘটনা। 

forex-news-events.png


সোমবারঃ

ট্রেডিং সপ্তাহের প্রথম দিনে তেমন গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই।
 
 
মঙ্গলবারঃ

দুপুর ৩:৩০ এ প্রকাশিত হবে UK Inflation ডাটা। অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মত নেগেটিভ এসেছিল এই ডাটাগুলো। এবার কনজিউমার প্রাইস ইনডেক্স ০.১% বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

বিকেল ৪ টায় রয়েছে German ZEW Economic Sentiment ডাটা। টানা ৭ মাস দুর্বল থাকার পর নভেম্বরে জার্মান ইকোনমিক সেন্টিমেন্ট ভালো এসেছিল। ডিসেম্বরে জার্মান ইকোনমিক সেন্টিমেন্ট ১৫.২ এ পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US inflation ডাটা। ২ মাস টানা দুর্বল আসার পর অক্টোবরে ০.২% বেড়েছিল আমেরিকার কনজিউমার প্রাইস ইনডেক্স। এবার CPI অপরিবর্তিত থাকবে এবং Core CPI ০.২% বাড়বে বলে আশা করা হচ্ছে।


বুধবারঃ

দুপুর ৩:৩০ এ প্রকাশিত হবে UK Employment ডাটা। অক্টোবরে Claimant Count Change ৫০০ বেড়ে ৩৫০০ এ পৌঁছেছিল। এবার ৯০০ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। অপরদিকে এমপ্লয়মেন্ট রেট অপ্রত্যাশিতভাবে ৫.৪% থেকে ৫.৩% এ নেমে এসেছিল। এবার তা অপরিবর্তিত থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Building Permits রিপোর্ট। কি পরিমান নতুন আবাসিক ভবন তৈরির অনুমতি পেল তা এই রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়। হাউজিং ডাটা নির্দেশ করছে যে এই মার্কেটটি আগের থেকে ভালোই উন্নতি করেছে এ বছর, কিন্তু তবুও তা প্রি-রিসেশন লেভেলের নিছেই রয়েছে। নভেম্বরের রিপোর্টে ১.১৬ মিলিয়ন আশা করা হচ্ছে।
 
 
বৃহস্পতিবারঃ
 
দিবাগত রাত ১ টা এ রয়েছে কিছু FOMC ডাটা রিলিজ এবং ১:৩০ এ রয়েছে FOMC Press Conference. সুদের হার বাড়ানোর ঘোষণা আসতে পারে এ প্রেস কনফারেন্স থেকে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রকাশ হবে বিডিপিপসে।
 
দিবাগত রাত ৩:৪৫ এ প্রকাশিত হবে Newzealand GDP ডাটা। দ্বিতীয় প্রান্তিকে নিউজল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চাইতে কম (০.৪%) হয়েছিল। এবার অর্থনীতিবিদরা ০.৫% প্রবৃদ্ধি প্রত্যাশা করছেন।
 
দুপুর ৩টায় প্রকাশিত হবে German Ifo Business Climate ডাটা. এই সূচকটি গননা করা হয় প্রায় ৭০০০ প্রতিষ্ঠান ও মানুষের উপর জরীপের ভিত্তিতে এবং এটা নির্দেশ করে জার্মানির বিজনেস কনফিডেন্স। নভেম্বরে এ সূচক বেড়ে ১০৯.০ তে গিয়ে দাঁড়িয়েছিল। ধারনা করা হচ্ছে এবার সুচকটির মান বেড়ে ১০৯.২ এ গিয়ে দাঁড়াবে।
 
রাত ৭:৩০ এ প্রকাশিত হবে US Philly Fed Manufacturing Index রিপোর্ট। Philadelphia ম্যানুফ্যাকচারিং ইনডেক্স ২ মাস ধরেই টানা নেগেটিভ আসার পর নভেম্বরে প্রত্যাশার চেয়েও বেড়ে ১.৯ এসেছে। এবার ২.১ আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। 
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Unemployment Claims রিপোর্ট। গত সপ্তাহে কি পরিমাণ জনগণ বেকার ভাতার সুবিধা নিয়েছে তা প্রকাশিত হয় এই ডাটার মাধ্যমে। গত ৫ মাসের মধ্যে গত সপ্তাহে সর্বোচ্চ ২৮২,০০০ সংখ্যক মানুষ আনএমপ্লয়মেন্ট বেনেফিটের জন্য আবেদন করে। যদিও ট্রেড পজিটিভই রয়েছে, এবং গত সপ্তাহের ডাটা এ সপ্তাহের ফেডারেল রিসার্ভের সম্ভাব্য রেট হাইকের ওপর প্রভাব ফেলবেনা, কারণ টানা ৪০ সপ্তাহ ধরে এ সংখ্যা ৩০০,০০০ এর নিচেই আছে যা সন্তোষজনক। এবার ২৭১,০০০ আশা করা হচ্ছে এই ডাটার ফলাফল।
 
 
শুক্রবারঃ
 
এ দিন ব্যাংক অফ জাপানের প্রেস কনফারেন্স রয়েছে।  ব্যাংক অফ জাপান দুর্বল অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও তাদের মনেটারি পসিলি অপরিবর্তিতই রেখেছিল। যদিও নীতি-নির্ধারকরা রিকভারি যে হচ্ছে তার বিরোধিতা করেছিলেন। মুদ্রাস্ফীতি পূর্বাবস্থায় ফেরার আগ পর্যন্ত পলিসি অপরিবর্তিতই থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ব্যাংক অফ জাপান। 
 
 
এ সপ্তাহের মূল আকর্ষণ হিসেবে থাকবে বৃহস্পতিবার দিবাগত রাতে FOMC প্রেস কনফারেন্স। এছাড়াও বৃহস্পতিবার সারাদিন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। তাই বৃহস্পতিবার বেশ ব্যস্ত দিন যাবে ট্রেডারদের জন্য। 


Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD