অনেক সপ্তাহ পর শক্তিশালী ইউরোর দেখা পেলো ট্রেডাররা। গত সপ্তাহে
দ্রাঘির নাটকীয় ইভেন্টের প্রতিক্রিয়াস্বরূপ একদিনেই অপ্রত্যাশিতভাবে ৪৫০+
পিপস বেড়ে যায় ইউরোডলার। ইউরোর অন্যান্য পেয়ারগুলতেও বিপরীত কারেন্সির
বিপক্ষে তুলনামূলক শক্তিশালী হয়েছে ইউরো। যদিও ইউরোকে শক্তিশালী দেখতে অনেক
ট্রেডারই প্রস্তুত ছিলেন না, তাই গত সপ্তাহে ট্রেডাররা লসো করেছিলেন
প্রচুর। তবে বুদ্ধিমান ট্রেডাররা যারা নিউজের পর মার্কেট অ্যাকশন দেখে
ট্রেড করেছেন, তারা ঠিকই তুলে নিতে পেরেছেন প্রফিট। গত সপ্তাহের এন.এফ.পি
ভালো এসেছে প্রত্যাশার তুলনায়। ফেড চেয়ার জ্যানেট ইয়েলেনের সুদের হার
বাড়ানোর প্রথম শর্ত পূরণ হল ভালো এন.এফ.পি ফিগারের কারণে। এখন সব
ট্রেডারদের চোখ ১৬ ডিসেম্বর কি সিদ্ধান্ত আসে ফেড থেকে সেদিকে। আশা করা
হচ্ছে ২০০৬ সালের পর প্রথমবার FOMC (Federal Open Market Committee) ভোট
দেবে সুদের হার বাড়ানোর পক্ষে।
এ সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলোর মধ্যে থাকছে সুইজারল্যান্ড,
নিউজল্যান্ড এবং ইউকের রেট ডিসিশন, অস্ট্রেলিয়ার এমপ্লয়মেন্ট ডাটা,
আমেরিকার রিটেইল সেলস, প্রডিউসার প্রাইস এবং কনজিউমার সেন্টিমেন্ট ডাটা।
বিশেষজ্ঞদের মতে এ সপ্তাহে ইউরো ১.০৯ এর ওপরেই সপ্তাহ শেষ করবে। তাই এ
সপ্তাহে সেলের পক্ষে খুব কম ট্রেডারই থাকবেন।
টেকনিক্যাল লেভেল অনুসারে ১.০৭০০/১.০৬৯৯ এ সাপোর্ট (সাইকলজিক্যাল লেভেল ও
২১ দিনের SMA) এ সাপোর্ট রয়েছে। এছাড়াও ১.০৫২০ (এপ্রিল ১৩ ↓) এবং ১.০৫০০
(সাইকলজিক্যাল লেভেল এবং ডিসে ৩ ↓) তে পরবর্তী সাপোর্ট আছে। ওপরদিকে ১.০৯৫৫
(৪ ডিসে ↑), ১.০৯৮০ (৩ ডিসে ↑), ১.১০ (সাইকলজিক্যাল লেভেল) এবং ১.১০৩২
(২০০ দিনের SMA) তে ইউরোডলার পরবর্তী রেসিসট্যান্স ফেস করতে পারে।
চলুন এক নজরে দেখে নেয়া যাক এ সপ্তাহের (৭- ১১ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টগুলোঃ
সোমবারঃ
এ দিন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই।
মঙ্গলবারঃ
রাত ৯ টায় প্রকাশিত হবে US JOLTS Job Openings ডাটা।
মাস শেষ হবার প্রায় ৪০ দিন পর এ রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টেড মাসে কি
পরিমান জব অপেনিং হয়েছিল তা এই রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়। দেরি করে
রিলিজ হলেও যেহুতু জব ওপেনিং হল এমপ্লয়মেন্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক,
তাই এটি মার্কেটে মধ্যম মানের প্রভাব ফেলতে পারে। সেপ্টেম্বরে ৫.৫৩ মিলিয়ন
আসার পর অক্টোবরের রিপোর্টে ৫.৫৯ মিলিয়ন আসবে বলে আশা করা হচ্ছে।
বুধবারঃ
এ দিন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই।
বৃহস্পতিবারঃ
দিবাগত রাত ২:০০ টায় প্রকাশিত হবে New Zealand rate decision
ডাটা। রিজার্ভ ব্যাংক অফ নিউজল্যান্ড তাদের ক্যাশ রেট ২.৭৫% এ বহাল
রেখেছে। এবার কেন্দ্রীয় ব্যাংক রেট কমিয়ে ২.৫% এ নামিয়ে আনবে বলে প্রত্যাশা
করা হচ্ছে।
সকাল ৬:৩০ এ প্রকাশিত হবে Australian Employment Data
রিপোর্ট। মূলত ২ ধরনের ডাটা এই রিপোর্টে প্রকাশিত হয়। Employment Change
এর মাধ্যমে বোঝা যায় গত মাসে কি পরিমাণ মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে।
অক্টোবরে প্রত্যাশার প্রায় ৪ গুন ৫৮,৬০০ নতুন কর্মসংস্থান হয়েছিল, তবে এবার
১০,০০০ কমবে বলে আশা করা হচ্ছে। Unemployment Rate এর মাধ্যমে বোঝা যায় গত
মাসে কি পরিমাণ মানুষ বেকার ছিল এবং চাকরীর সন্ধানে ছিল। অক্টোবরে
অপ্রত্যাশিতভাবে বেকারত্বের হার ৬.২% থেকে কমে ৫.৯% এ দাঁড়ায়। নভেম্বরে
বেকারত্বের হার ৬.০% এ থাকবে বলে আশা করা হচ্ছে।
দুপুর ২:৩০ এ Switzerland Rate Decision প্রকাশিত
হবে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরের মিটিংয়ে ০.৭০% নেগেটিভ
ইন্টারেস্ট রেট বহাল রেখেছে। সুইস ফ্র্যাঙ্ক এখনও যথেষ্ট শক্তিশালী রয়েছে।
একই সময়ে SNB'র প্রেস কনফারেন্স রয়েছে।
সন্ধ্যা ৬ টায় রয়েছে UK Rate Decision সংক্রান্ত
রিপোর্টগুলো। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নে নভেম্বরে ঘোষণা
দিয়েছেন এ বছর আর সেউদের হার বাড়ানো হবে না এবং ব্যাংকের বেশিরভাগ
নীতি-নির্ধারকরাও এ বিষয়ে একমত যে সুদের হার বাড়ানোর আগে আরও কয়েক মাস
অপেক্ষা করা উচিত।
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Unemployment Claims
রিপোর্ট। গত সপ্তাহে কি পরিমাণ জনগণ বেকার ভাতার সুবিধা নিয়েছে তা
প্রকাশিত হয় এই ডাটার মাধ্যমে। গত সপ্তাহে তা ৯০০০ বেড়ে ২৬৯,০০০ এসেছিল। এ
সপ্তাহে ২৬৬,০০০ ফলাফল আশা করা হচ্ছে।
শুক্রবারঃ
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Retail sales ডাটা।
অক্টোবরে রিটেইল সেলস ০.১% বেড়েছিল, যদিও সেপ্টেম্বরে ০.১% বাড়ার পর
বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল ০.৩% বাড়বে। অপরদিকে কোর সেলস ০.৩% কমেছিল। এবার
রিটেইল সেলস ০.২% এবং কোর সেলস ০.৩% বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US PPI (প্রডিউসার প্রাইস ইনডেক্স)
ডাটা। পর পর ২ মাস প্রডিউসার প্রাইস ইনডেক্স কমলো। পূর্বের মাসে ০.৪% এবং
তার পূর্ববর্তি মাসে ০.৫% কমেছিল এই ইনডেক্সটি। এবার প্রডিউসার প্রাইস
অপরিবর্তিত থাকবে বলেই ধারনা ক্রয়া হচ্ছে।
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Consumer Sentiment
রিপোর্ট। টানা ২ মাসই বেড়ে নভেম্বরে ৯৩.১ এ এসে দাড়িয়েছে কনজিউমার
সেন্টিমেন্ট। এই ভালো কনজিউমার সেন্টিমেন্ট নির্দেশ করে যে কনজিউমাররা
আস্থা পাচ্ছে গ্যাসের নিম্ন প্রাইস, উন্নত শ্রমবাজার ইত্যাদির কারণে।
ন্যাশনাল রিটেইল ফেডারেশন আশা করছে হলিডে সেলস ৩.৭% বাড়বে। এবার কনজিউমার
সেন্টিমেন্ট ৯২.৩ এ থাকবে বলে আশা করা হচ্ছে।
ট্রেডাররা দেখতেই পাচ্ছেন সোমবার এবং বুধবার এ সপ্তাহে তেমন কোন
গুরুত্বপূর্ণ নিউজ নেই। সপ্তাহের গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো মূলত
বৃহস্পতিবারে, এবং শুক্রবারে ডলারের কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে।
বৃহস্পতিবার প্রায় সকল কারেন্সিরই গুরুত্বপূর্ণ নিউজ থাকায় সপ্তাহের শেষ ২
দিন ট্রেডারদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রতি জোর গুরুত্বারোপ করতে
হবে। সবাই নিরাপদে ট্রেডিং করুন এই প্রত্যাশা রইলো।
একটি মন্তব্য পোস্ট করুন