BREAKING NEWS
VIP Contest

বুধবার

টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনটি বেশি কার্যকরী - Forex Analysis

কিছু হলেই দেখা যায় ফরেক্স ট্রেডারদের মধ্যে ঝগড়া বেঁধে যায় যে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি কার্যকরী নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তা নিয়ে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তাদের ২ চোখের বিষ। আবার যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, তাদের মতে টেকনিক্যাল অ্যানালিস্টরা মার্কেটের কিছুই না বুঝে কতিপয় ইন্ডিকেটর-হাবিজাবি দেখে ট্রেড করেন। সম্প্রতি ফেসবুকেও কয়েকজনের মধ্যে বাক-বিতন্ডা বেঁধে গেলো এই বিষয় নিয়ে। তাই অনেকেই জানতে চাইলেন আসলেই কোনটি বেশি কার্যকর এবং কোন অ্যানালাইসিস করা উচিত।

forex-analysis-system

ধরুন আপনি একটি পার্টিতে যাবেন। যাবার সময় কি আপনি কখন কাউকে জিজ্ঞেস করবেন যে শার্ট পরে যাব নাকি প্যান্ট পরে যাব? তা আপনি করেন না। আপনি জিজ্ঞেস করতে পারেন শার্ট পরবো নাকি পাঞ্জাবী পরবো? শার্ট কখনও প্যান্টের বিকল্প হতে পারে না। তেমনি ফরেক্স মার্কেটের সঠিক গতিবিধি বুঝতে হলে আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটোই করতে হবে, এরা একে অন্যের বিকল্প নয়, বরং একে অন্যের পরিপূরক। একটি রেখে আরেকটি করলে আপনার অ্যানালাইসিস অসম্পূর্ণ থেকে যাবে। 

প্রথমেই আপনাকে বুঝতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসলেই কি। অনেকেই ভাবেন প্রতিদিন কিছু নিউজ বের হয়, ওগুলো ফলাফল দেখে ভাল আসলে বাই, আর খারাপ আসলে সেল দেওয়ার মানেই হল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমরা অনেকেই ভুল জানি, বা সম্পূর্ণটুকু জানি না। আসলে আমরা ফরেক্স নিউজ সাইট বা ইকোনমিক ক্যালেন্ডারে যেসব ইভেন্ট দেখি, সেগুলো বিভিন্ন অর্থনৈতিক সূচক, জরিপ, ডাটার রিপোর্ট। কোন রিপোর্টের মাধ্যমে জানা যায় গত মাসে কত মানুষ বেকার ছিল। এর মাধ্যমে জানা যায় একটি দেশের শ্রমবাজারের কি অবস্থা। তেমনি কত মানুষ নতুন চাকরি পেল, কত মানুষ বেকার ভাতার সুযোগ নিল এগুলোও কিন্তু শ্রমবাজারের অবস্থা নির্দেশ করে। কিছু রিপোর্ট দিয়ে বোঝা যায় গত মাসে ঐ দেশ কি পরিমান এক্সপোর্ট-ইমপোর্ট করলো। কিছু রিপোর্ট ঐ দেশের জিডিপি বৃদ্ধি-হ্রাস নির্দেশ করে। গত নির্দিষ্ট কিছু মেয়াদে কি পরিমান উৎপাদন হল, কি পরিমান খরচ হল নির্দিষ্ট কিছু সেক্টরে, কি পরিমান নতুন বিল্ডিং হওয়ার অনুমতি পেল এসবই কিন্তু কোন না কোন ভাবে ঐ দেশের অর্থনীতির সাথে সম্পর্কিত। এসব অগ্রগতির ওপর নির্ভর করে আবার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পলিসি গ্রহন করে যেমন ইন্টারেস্ট রেট বাড়ানো/কমানো ইত্যাদি। আপনি যখন কোন নিউজ ইভেন্ট বা রিপোর্ট জানছেন, তখন ঐ দেশের অর্থনৈতিক অবস্থার অগ্রগতি সম্পর্কে জানছেন। আমরা এসব রিপোর্ট বা ডাটা রিলিজকে সুবিধার জন্য ফরেক্স নিউজ বলি। কিন্তু সত্যি বলতে এগুলো শুধু ফরেক্স নিউজ না। এগুলো ঐ দেশের সমগ্র অর্থনীতির হালচাল। স্টক মার্কেট, বন্ড মার্কেটসহ অসংখ্য সেক্টর প্রত্যক্ষ-পরোক্ষভাবে ঐসব নিউজ দ্বারা প্রভাবিত হয়।

আপনি একটি পেয়ার ট্রেড করছেন মানে ২টি দেশের কারেন্সি ট্রেড করছেন। EUR/USD ট্রেড করতে হলে আপনাকে ইউরো এবং ডলারের নাড়ি-নক্ষত্র জানতে হবে। আমেরিকার অর্থনীতি শক্তিশালী হলে ডলার শক্তিশালী হবে। ইউরোপের বা ইউরোপিয়ান ইউনিয়নের কোন গুরুত্বপূর্ণ সদস্যদেশের অর্থনীতি দুর্বল হলে ইউরো দুর্বল হবে। আপনি কি আসলেই মনে করেন আপনি ডলার আর ইউরো ট্রেড করবেন শুধুমাত্র চার্ট দেখে? আপনি ইউরো বা ডলার দুর্বল নাকি শক্তিশালী হল তা পাত্তাই দিবেন না? ৫ বছর পর বিদেশ থেকে ফেরার সময় ছেলের জামার মাপ না জেনে শুধু বয়স জেনে যদি তার জন্য জামা কিনে আনেন, তা যেমন তার গায়ে লাগবে না, তেমনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়া শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করলেও আপনার ট্রেড ভুল হবার সম্ভাবনাই বেশি।

আবার অনেক ফান্ডামেন্টাল অ্যানালিস্ট ট্রেডার দাবি করেন টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন নেই, যদিও সে সংখ্যা অনেক কম। মার্কেটের সাপোর্ট-রেসিসট্যান্স বুঝতে হলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বিশাল একটি ক্ষেত্র। একেকজন একেকভাবে অ্যানালাইসিস করতে পারেন, কিন্তু একটি পদ্ধতি সঠিক, আরেকটি ভুল তা কখনই বলা যাবে না। একটি অংক যেমন কয়েকভাবে করা যায়, একই পেয়ারেও আপনি বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারে, বিভিন্নভাবে ট্রেড করতে পারেন। কেউ হয়তো শর্টটার্ম টার্গেট করে সেল দিতে পারে, আরেকজন লংটার্ম টার্গেট করে বাই দিতে পারে। আরেকজন একই সাথে ২টি ট্রেডই দিতে পারে। কোনটিই ভুল নয় যদি তা সঠিকভাবে করা হয়। 

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে করতে হবে আপনার নিজের জন্য। কিন্তু প্রতিটি ট্রেড যে ফান্ডামেন্টাল অ্যানালসিস অনুসারেই হতে হবে আমি এমনটি বলছি না। ধরুন এ সপ্তাহে তেমন কোন গুরুত্বপূর্ণ নিউজ নেই। তাই আপনি জেনে গেলেন এ সপ্তাহে কি রকম মুভমেন্ট হতে পারে। এবার আপনি মার্কেটের টেকনিক্যাল লেভেলগুলো টার্গেট করে ট্রেড করবেন। আবার ডিসেম্বরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টের জন্য বড় ধরনের মার্কেট মুভমেন্টের সুযোগ আছে। তখন আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসও করবেন সেভাবেই। ২ রকম অ্যানালাইসিস আপনাকে এ কারণে করতে হবে যাতে আপনি মার্কেটের আসল অবস্থাটি সম্পূর্ণরুপে অবগত হতে পারেন। আপনি যখন মার্কেটের আসল অবস্থা ভালভাবে জানবেন, তখনই কিন্তু আপনি সিদ্ধান্ত নিবেন আপনার ট্রেডটি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে হবে নাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুসারে হবে, কিংবা দুইয়ের সমন্বয়ে হবে।

অ্যানালাইসিস করা মানেই যে তা সঠিক হবে তা কিন্তু নয়। অ্যানালাইসিস করে আমরা ধারনা করার চেষ্টা করি মার্কেট পরবর্তীতে কোন দিকে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা সঠিক হয়। আপনার অ্যানালাইসিস সঠিক হলেও মার্কেট অন্য কোন প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে অন্যদিকে কখনও কখনও যেতে পারে।

অনেক ট্রেডার বা ফরেক্স গুরু বলে থাকেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার কোন দরকার নেই। ভুলেও নিউজের দিকে চোখ না দিয়ে শুধু চার্ট দেখুন। এটা অনেকটা বড় লম্বা শার্ট পরে, প্যান্ট না পরেই পার্টিতে যাওয়ার উপদেশ দেয়ার মত যে বড় লম্বা শার্ট পরলে প্যান্ট পরার কোন প্রয়োজন নেই। ফরেক্স ট্রেডিংয়ে আমরা প্রত্যেকেই ট্রেড করতে এসেছি টাকা আয় করার জন্য। সবাই টাকা দিয়েই ট্রেড করছি। সুতরাং, বুদ্ধিমানের কাজ হবে আগে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ২টি বিষয়ই ঠিক ভাবে বুঝে নেয়া। কারো কথা শুনে প্রভাবিত হয়ে একদিকে অনুসরন করাটা বোকামি করা হবে। আপনি ট্রেডার হিসেবে যখন সবকিছু বুঝবেন, তখন নিজের বিবেক, অভিজ্ঞতা এবং প্র্যাকটিসকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আপনি কিভাবে ট্রেড করবেন। টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল কোনটি কাজে লাগিয়ে ট্রেড করে আপনি বেশি সফল, তারপর সেভাবে ট্রেড করুন। একেকজনের ট্রেডিং পদ্ধতি একেক রকম। একই রান্নার রেসিপি দেখে রান্না করলে যেমন একেকজনের রান্নার স্বাদ ভিন্ন হয়, তেমনি একই ধরনের অ্যানালাইসিস করলেও কিন্তু ট্রেডিংয়ের ফলাফল ভিন্ন হবে। আপনাকে খুঁজে বের করতে হয় আপনি কিভাবে লাভ করতে পারছেন, অন্যজন কিভাবে ট্রেড করছে সেটা নয়। আরেকজন যদি সাইকেলের হ্যান্ডেল না ধরেই সাইকেল চালাতে পারে, তা দেখে সবাই হ্যান্ডেল না ধরে সাইকেল চালাতে গেলে বিপদে পড়বে। টেকনিক্যাল অ্যানালাইসিস শিখুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখুন। নিজের জ্ঞ্যান এবং অভিজ্ঞতাকে কাজে লাগান। তারপর সিদ্ধান্ত নিন আপনি কিভাবে ট্রেড করবেন, কিংবা আদৌ ফরেক্স ট্রেড করবেন কিনা। অন্যের কাছ থেকে শিখুন, কিন্তু নিজের বুদ্ধিতে চলুন। কারো তৈরি করা কোন নির্দিষ্ট পদ্ধতি অনুসরন করে নিয়মিতভাবে লাভ করা কখনও সম্ভব নয়। 

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD