BREAKING NEWS
VIP Contest

বুধবার

এই সপ্তাহের (৩০ নভে - ৪ ডিসে) গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টস - Forex News Events

গত সপ্তাহে মাত্র ১৩০ পিপসের মধ্যেই ঘোরাফেরা করে সপ্তাহ শেষ করেছে ইউরো/ডলার। যেহুতু গুরুত্বপূর্ণ কোন নিউজ মার্কেটে ছিল না এবং মূল আকর্ষণটাই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছিল, তাই মার্কেটে সে ধরনের বড় কোন মুভমেন্ট দেখা যায়নি। ট্রেডারদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ হবে। এমনিতে ডিসেম্বর মাসে মার্কেটে সচারচর মুভমেন্ট দেখা যায় না। মার্কেটে তারল্য থাকে কম। তবে মনে হচ্ছে এবার ইসিবি আর ফেডের কারণে মার্কেটে ভাল ধরনের উত্তেজনা বিরাজ করবে।

আজ ইউরোডলার গত সপ্তাহের সর্বনিম্ন প্রাইস ভেঙ্গে ১.০৫৫৭ স্পর্শ করেছে। বর্তমানে পেয়ারটি ১.০৫৬৬ প্রাইসে ট্রেড হচ্ছে। ডলার ইনডেক্সও মার্চের সর্বোচ্চ ১০০.৩৮ ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়। আজ ১০০.৩৫ এ উঠে এখন ১০০.২৭ এ অবস্থান করছে। 

বর্তমানে পেয়ারটি কয়েক মাসের সর্বনিম্ন প্রাইসের কাছাকাছি রয়েছে। ইউরোডলারের পরবর্তী শক্তিশালী সাপোর্ট রয়েছে ১.০৫১৯ এ যা কিনা এপ্রিল মাসের সর্বনিম্ন। পরবর্তী সাপোর্ট রয়েছে ১.০৪৬১ এ যা মার্চ এবং এ বছরের সর্বনিম্ন। প্রাইস ওপরের দিকে উঠতে গেলে ১.০৫৯৯ এবং ১.০৬১৬ এ বাধা পেতে পারে। বিশেষজ্ঞরা ধারনা করছেন পেয়ারটি ১.০৫১৯ ব্রেক করে আরও নামতে পারে।

Forex-news-events-fxbd

গত সপ্তাহে ডলারের জন্য বেশ কিছু পজিটিভ নিউজ এসেছে। ফান্ডামেন্টালের দিক থেকে এ সপ্তাহটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ। ইসিবি রেট ডিসিশন ইভেন্ট এবং এনএফপি এ সপ্তাহের প্রধান ফোকাস। এছাড়াও কানাডিয়ান জিডিপি এবং জব রিপোর্ট, আমেরিকার ISM Manufacturing PMI, ADP Non-Farm Payrolls, Janet Yellen speech, ISM Non-Manufacturing PMI, US Unemployment Claims, অস্ট্রেলিয়ার জিডিপি এবং রেট ডিসিশন ইভেন্টগুলো মার্কেটে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক কি কি গুরুত্বপূর্ণ নিউজ আর ইভেন্ট রয়েছে এই সপ্তাহে।
 
 
সোমবারঃ
 
এ দিন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই।
 
মঙ্গলবারঃ
 
সকাল ৯:৩০ এ প্রকাশিত হবে Australian Rate Decision (Cash Rate এবং RBA Rate Statement) রিপোর্ট ২টি। রিসার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ৬ মাস ধরে টানা তাদের সুদের হার ২% এই বহাল রেখেছিল। যদিও ইঙ্গিত দেয়া হয়েছে সামনের দিকে সুদের হার কমানো হতে পারে। তবে এবার ২% এই বহাল থাকবে বলে ধারনা করা হচ্ছে।
 
দুপুর ৩ টায় ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নে বক্তব্য রাখবেন। তার বক্তব্যে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাংক স্ট্রেস টেস্টিং সম্পর্কে ধারনা পাওয়া যেতে পারে। তিনি লন্ডনে বলেছেন যে ইউকের সুদের হার আরও কিছু সময়ের জন্য কম রাখা হবে এবং ২০১৬ এর মাঝামাঝি পর্যন্ত ০.৫% এ রাখার টার্গেট কেন্দ্রিয় ব্যাংকের। 
 
সন্ধ্যা ৭:৩০ এ Canadian GDP ডাটা প্রকাশিত হবে। কানাডার জিডিপি আগস্টে টানা ৩ মাস ধরে বেড়েছে, যদিও আশার তুলনায় ধীর গতিতে। জুলাই থেকে আগস্টে ০.১% জিডিপি বেড়েছে। অর্থনীতিবিদরা ধারনা করছেন আগস্টের এ জিডিপি বৃদ্ধি তৃতীয় প্রান্তিকে ২.৫% পজিটিভ জিডিপি বৃদ্ধিতে ভুমিকা রাখবে। সেপ্টেম্বরে ০.১% জিডিপি বাড়বে বলে আশা করা হচ্ছে।
 
রাত ৯টায় আরও প্রকাশিত হবে US ISM Manufacturing PMI ডাটাটি। প্রত্যাশার চাইতে অক্টোবরে দুর্বল ফলাফল ৫০.১ এসেছিল। নভেম্বরে ৫০.৬ আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বুধবারঃ
 
ভোর ৬:৩০ এ Australian GDP ডাটা প্রকাশিত হবে। অস্ট্রেলিয়ার জিডিপি গত ২ বছর ধরে ধীর গতিতে বাড়ছে। গত প্রান্তিকে জিডিপি মাত্র ০.২% বেড়েছিল, জা তার পূর্বের প্রান্তিকে ০.৯% বৃদ্ধি পায়। এবার ০.৭% বাড়বে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।
 
সন্ধ্যা ৭:১৫ তে US ADP Non-Farm Payrolls রিপোর্ট প্রকাশিত হবে। অক্টোবরে আমেরিকায় প্রাইভেট সেক্টরে জব প্রত্যাশার চাইতেও বৃদ্ধি পেয়েছে। নভেম্বরে জব বৃদ্ধি রিপোর্টে ১৯১,০০০ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 
 
সন্ধ্যা ৭:৩০ এবং ১১:২৫ এ FED প্রধান জ্যানেট ইয়েলেন এক কনফারেন্সে বক্তব্য রাখবেন এবং বৃহস্পতিবার রাত ৯ টায় অফিসিয়াল বক্তব্য দিবেন। সম্প্রতি জ্যানেট ইয়েলেন জানিয়েছেন ডিসেম্বরে সুদের হার বাড়ানোর ব্যাপারে তাদের চিন্তা রয়েছে। তিনি জানিয়েছেন কমিটি এখনও ফাইনাল কোন সিদ্ধান্তে জায়নি, কিন্তু ডিসেম্বরে সুদের হার বাড়ানোর ভাল ধরনের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ১৬ তে ফেডের ডিসিশন জানানোর আগে তার এই জনসম্মুখে বিবরণীতে ইয়েলেন সুদের হার বাড়ানোর ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেন। এছাড়া শুক্রবারের এনএফপির ডাটার ফলাফল সম্পর্কে তার ধারনা থাকতে পারে, তাই ট্রেডাররা তার বক্তব্যে সে মনভাব পাওয়া যায় কিনা তাই খুঁজবেন।  
 
বৃহস্পতিবারঃ
 
সন্ধ্যা ৬:৪৫ এবং ৭:৩০ এ ইউরোজোন রেট ডিসিশন এবং ইসিবি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি পূর্বেই QE সম্প্রসারণের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এছাড়াও ২ স্তরের ডিপোজিট রেট কাট ঘোষণার সম্ভাবনা রয়েছে। ইসিবির ইভেন্টে কি হতে পারে এ নিয়ে বিস্তারিত লেখা শীঘ্রই প্রকাশিত হবে বিডিপিপসে। 
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Unemployment Claims রিপোর্ট। গত সপ্তাহে কি পরিমাণ জনগণ বেকার ভাতার সুবিধা নিয়েছে তা প্রকাশিত হয় এই ডাটার মাধ্যমে। গত সপ্তাহে তা ১২০০০ কমে ২৬০,০০০ এসেছিল। এ সপ্তাহে ২৬৯,০০০ ফলাফল আশা করা হচ্ছে। 
 
রাত ৯টায় আরও প্রকাশিত হবে US ISM Non-Manufacturing PMI ডাটাটি। প্রত্যাশার চাইতে সেপ্টেম্বরে খারাপ (৫৬.৯) এসেছিল ফলাফল। অক্টোবরে ৫৬.৬ প্রত্যাশাকে ছাড়িয়ে ইনডেক্সটি বেড়ে ৫৯.১ এ গিয়ে দাঁড়িয়েছিল। এবার ইনডেক্সটি ৫৮.১ এ থাকবে বলে ধারনা করা হচ্ছে। 
 
রাত ৯ টায় FED প্রধান জ্যানেট ইয়েলেন অফিসিয়াল বক্তব্য দিবেন। সম্প্রতি জ্যানেট ইয়েলেন জানিয়েছেন ডিসেম্বরে সুদের হার বাড়ানোর ব্যাপারে তাদের চিন্তা রয়েছে। তিনি জানিয়েছেন কমিটি এখনও ফাইনাল কোন সিদ্ধান্তে জায়নি, কিন্তু ডিসেম্বরে সুদের হার বাড়ানোর ভাল ধরনের সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর ১৬ তে ফেডের ডিসিশন জানানোর আগে তার এই জনসম্মুখে বিবরণীতে ইয়েলেন সুদের হার বাড়ানোর ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেন। এছাড়া শুক্রবারের এনএফপির ডাটার ফলাফল সম্পর্কে তার ধারনা থাকতে পারে, তাই ট্রেডাররা তার বক্তব্যে সে মনভাব পাওয়া যায় কিনা তাই খুঁজবেন।  
 
শুক্রবারঃ
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Non-Farm Payrolls (NFP) এবং US Unemployment Rate রিপোর্ট ২টি। সেপ্টেম্বরে আমেরিকার অর্থনীতি মাত্র ১৩৭,০০০ (১৪২,০০০ থেকে রিভাইজড) নতুন জব তৈরি করে। অক্টোবরে তা রেকর্ড পরিমান বেড়ে প্রত্যাশা ছাড়িয়ে ২৭১,০০০ এ দাড়ায়। এবার তা ২০১,০০০ আসবে বলে ধারনা করা হচ্ছে। এনএফপি সম্পর্কে বিস্তারিত লেখা শীঘ্রই প্রকাশিত হবে বিডিপিপসে। এছাড়া আনএমপ্লয়মেন্ট রেট ৫.০% এ থাকবে বলে ধারনা করা হচ্ছে।
 
Zero Spread Account

সন্ধ্যা ৭:৩০ এ আরও প্রকাশিত হবে Canadian Employment Data রিপোর্ট। মূলত ২ ধরনের ডাটা এই রিপোর্টে প্রকাশিত হয়। Employment Change এর মাধ্যমে বোঝা যায় গত মাসে কি পরিমাণ মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। অক্টোবরে ৪৪,৪০০ (44.4K) এমপ্লয়মেন্ট বেড়েছিল। এবার উল্টো ৭০০ (-0.7K) কর্মসংস্থান কমবে বলে ধারনা করা হচ্ছে। Unemployment Rate এর মাধ্যমে বোঝা যায় গত মাসে কি পরিমাণ মানুষ বেকার ছিল এবং চাকরীর সন্ধানে ছিল। এবারেও তা ৭% এ অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 
 

সপ্তাহের প্রথম দিন সোমবারে তেমন কোন গুরুত্বপূর্ণ নিউজ না থাকলেও সপ্তাহজুড়ে বাকি দিনগুলোতে ইউরো, ডলার, পাউন্ড এবং কানাডিয়ান ডলারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হবে। মেজর নিউজগুলো সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে বিডিপিপসের সাথেই থাকুন।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD