আমরা যারা ফরেক্স মার্কেট এ ২/৩ বছর টানা লেগে আছি তারা ও লস করে একাউন্ট খালি করে ফেলি। তার পর হায় হায় মইরা জামুগা ...নাইলে মার্কেট ফেক কেন্ডেল দিসে এমন টা হওয়ার কথা ছিল না এই সব বলে নিজের মাথা নিজেই আর খারাপ করে ফেলি। কিন্তু কেন এমন হয় ? আপনি কিছুক্ষণ ভাবেন ত নিজেই কেন হয় ? আমার উত্তর দেওয়া লাগবে না আপনি নিজেই নিজের উত্তর দিতে পারবেন।
ভাই কোন কিছুই সহজ না। একটা টারমিনাল ওপেন করলাম আর মাউস দিয়ে ২ টা ক্লিক করলাম বাই আর সেল সামনে পিছনে চিন্তা করলাম হয়ে গেল? আপনি বিজনেস করতে আসছেন। আপনার মাইন্ড সেট আপটা বিজনেস মাইন্ডেড হতে হবে না ?
আমি নিজে কোন ওস্তাদ না যে আপনাকে জ্ঞ্যান দিচ্ছি। আমিও ভাই আপনার মতই এক জন ট্রেডার তবে আমি মার্কেট থেকে যা শিখছি তাই বলার চেষ্টা করি সব সময়। তো আজ আমি কিছু কথা পয়েন্ট আকারে বলছি। আপনার ক্ষতি হবে না বরং মানলে আপনার নিজেরই লাভ।
মনোযোগ দিন আমার কথা আর সারা জীবন এর জন্য মাইন্ড সেট আপ করে নিন। সফলতা আপনারই।
1. আমরা প্রায়শই মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট না বুঝে বাই বা সেল করে বসি। এই যে টারমিনাল এর সামনে বসলে ভুতে ধরে আমাদের ট্রেড দিতে মনে চায়। এই স্বভাব বাদ দিন। মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝার চেষ্টা করুন আপনার স্ট্রেটেজি এর সাথে মিলিয়ে। যেই এন্ট্রি নিলে আপনি মনে করেন যে না এটা ৮০% পসিবল আছে প্রফিট হওয়ার সেই গুলাই নেন, আগাছা এন্ট্রি গুলা নেওয়ার অভ্যাস পরিবর্তন করুন।
2. সব সময় চিন্তা করবেন আর আপনার Strategy টা এমন করে তৈরি করুন যার সিগন্যাল নুন্যতম ১ঃ১ রেসিও এর।
3. একটা পেয়ার এ এক ই সময় মারটেনগেল/একের অধিক ট্রেড নেওয়া থেকে সব সময় বিরত থাকুন।
4. লট সাইজ সব সময় এক রাখুন, বারাবেন না কমাবেন না কোন সময় যদি না বেলেন্স সেই পরিমানে না বারে। আর এই ভুল টা করলে এক ট্রেড এ লাভ করবেন যা আরেক ট্রেড এ তার ৩ গুন লস করবেন অথবা একাউন্ট খালি করে ফেলবেন।
5. সব সময় SL সহকারে ট্রেড করবেন, মার্কেট এ বড় ধরনের ঝড় হইতেই পারে। আপনাকে আমাকে বলে কোন ঝড় ঝড় ঝড় আসবে না যদি ও নিউজ সাইট আছে আমরা জানি তবু ও কিছু ঝড় না বলে আসে। সেটা আপনারা আগে ও দেখেছেন।
6. উপরিউক্ত অভ্যাস গুলা আপনার না থাকলে আপনি একটা সেন্ট একাউন্ত করুন করে এক দম কম লট এ ট্রেড করুন। আপনার লক্ষ্য প্রফিট করে সেটা দিয়ে গার্ল ফ্রেন্ড কে গিফট দেওয়া হবে না এই সময় আপনি আপনার নিজে কে তৈরি করবেন। আমার এই কথা টা সুনেন আপনার লাইফ চেঞ্জ ও হয়ে জেতে পারে। ইন সা আল্লাহ।
7. আপনার এনলাইসিস এর উপর ভরসা রাখুন যদি সেটা ভাল রেজাল্ট দিয়ে থাকে আগে, তাই আর অন্ন কার এনালাইসিস দেখে আপনার সিদ্ধানত পরিবর্তন করবেন না। যে উনি সেল দিল আমি বাই দিলাম আমার বাই টা ক্লজ করে দেই। (মনে রাখবেন মার্কেট এ কেউ ই গুরু না) (যদি ও অভিজ্ঞ জন আছেন)
8. যেই স্ট্রেটেজি ই বেবহার করুন না কেন সাপোর্ট রেসিস্টেন্স বের করার চেষ্টা করুন লং টাইম ফ্রেম থেকে। যে কোন স্ট্রেটেজি তেই এটা খুব এ গুরুত্তপূর্ণ।
9. বিশ্বের টপ ১০ সাকসেসফুল ট্রেডার এর জীবনী পরুন। অনেক কিছু জানতে পারবেন। নিজেকে তৈরি করতে পারবেন।
1. আমরা প্রায়শই মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট না বুঝে বাই বা সেল করে বসি। এই যে টারমিনাল এর সামনে বসলে ভুতে ধরে আমাদের ট্রেড দিতে মনে চায়। এই স্বভাব বাদ দিন। মার্কেট এর গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝার চেষ্টা করুন আপনার স্ট্রেটেজি এর সাথে মিলিয়ে। যেই এন্ট্রি নিলে আপনি মনে করেন যে না এটা ৮০% পসিবল আছে প্রফিট হওয়ার সেই গুলাই নেন, আগাছা এন্ট্রি গুলা নেওয়ার অভ্যাস পরিবর্তন করুন।
2. সব সময় চিন্তা করবেন আর আপনার Strategy টা এমন করে তৈরি করুন যার সিগন্যাল নুন্যতম ১ঃ১ রেসিও এর।
3. একটা পেয়ার এ এক ই সময় মারটেনগেল/একের অধিক ট্রেড নেওয়া থেকে সব সময় বিরত থাকুন।
4. লট সাইজ সব সময় এক রাখুন, বারাবেন না কমাবেন না কোন সময় যদি না বেলেন্স সেই পরিমানে না বারে। আর এই ভুল টা করলে এক ট্রেড এ লাভ করবেন যা আরেক ট্রেড এ তার ৩ গুন লস করবেন অথবা একাউন্ট খালি করে ফেলবেন।
5. সব সময় SL সহকারে ট্রেড করবেন, মার্কেট এ বড় ধরনের ঝড় হইতেই পারে। আপনাকে আমাকে বলে কোন ঝড় ঝড় ঝড় আসবে না যদি ও নিউজ সাইট আছে আমরা জানি তবু ও কিছু ঝড় না বলে আসে। সেটা আপনারা আগে ও দেখেছেন।
6. উপরিউক্ত অভ্যাস গুলা আপনার না থাকলে আপনি একটা সেন্ট একাউন্ত করুন করে এক দম কম লট এ ট্রেড করুন। আপনার লক্ষ্য প্রফিট করে সেটা দিয়ে গার্ল ফ্রেন্ড কে গিফট দেওয়া হবে না এই সময় আপনি আপনার নিজে কে তৈরি করবেন। আমার এই কথা টা সুনেন আপনার লাইফ চেঞ্জ ও হয়ে জেতে পারে। ইন সা আল্লাহ।
7. আপনার এনলাইসিস এর উপর ভরসা রাখুন যদি সেটা ভাল রেজাল্ট দিয়ে থাকে আগে, তাই আর অন্ন কার এনালাইসিস দেখে আপনার সিদ্ধানত পরিবর্তন করবেন না। যে উনি সেল দিল আমি বাই দিলাম আমার বাই টা ক্লজ করে দেই। (মনে রাখবেন মার্কেট এ কেউ ই গুরু না) (যদি ও অভিজ্ঞ জন আছেন)
8. যেই স্ট্রেটেজি ই বেবহার করুন না কেন সাপোর্ট রেসিস্টেন্স বের করার চেষ্টা করুন লং টাইম ফ্রেম থেকে। যে কোন স্ট্রেটেজি তেই এটা খুব এ গুরুত্তপূর্ণ।
9. বিশ্বের টপ ১০ সাকসেসফুল ট্রেডার এর জীবনী পরুন। অনেক কিছু জানতে পারবেন। নিজেকে তৈরি করতে পারবেন।
পরিশেষে আমার কথাগুলো কোন লেকচার না ভাই, আমি যা নিজে উপলব্ধি করতে পেরেছি আমার দীর্ঘ ট্রেডিং জীবনে তাই থেকে কিছু কথাআপনাদের বলেছি। আমি চাই আমার দেশ এর ট্রেডার রা লাভ করে দেখিয়ে দিক অন্ন দেশ কে আর নিজের পরিবার কে সুখি রাখুক।
আল্লাহ আপনাদের সহায় হোক। আমিন ।।
সংশোধিত ।
একটি মন্তব্য পোস্ট করুন