BREAKING NEWS
VIP Contest

বৃহস্পতিবার

চাপের মুখে EURUSD, আজ কমতে পারে আরও -FOREX NEWS TODAY

দিনের শুরু থেকেই চাপের মুখে রয়েছে EUR/USD পেয়ারটি। রিকভারির চেষ্টা থাক্লেও সুবিধা করে উঠতে পারেনি খুব একটা। মারিও দ্রাঘির বক্তব্যও খুব একটা আশা যোগায়নি। দ্রাঘি নতুন করে কিছুই বলেননি, তবে ডিসেম্বরে নতুন সংবাদ আসতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন। দ্রাঘি আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৫:৪৫ এ মিলানে তিনি আরেকটি বক্তিতা রাখবেন। দ্রাঘি বলেছেন যে ইউরোর প্রাইস স্থিতিশীল করার জন্য সেন্ট্রাল ব্যাংক (ECB) কাজ করবে। তিনি পরিস্কারভাবেই নির্দেশ করেছেন যে ডিসেম্বরে চলমান পলিসি নতুন করে আপডেট করা হবে। তবে ৩ ডিসেম্বর আসতে আরও ১ মাস বাকি, তাই ধারনা করা হচ্ছে সে পর্যন্ত চাপের মুখেই থাকবে ইউরো।

euro-usd-forex-news-today.png

এছাড়া ইউরোপের স্টক মার্কেটও ইউরোকে খুব একটা শক্তিশালী করতে পারেনি। US ADP employment এবং ISM non-manufacturing রিপোর্টকে সামনে রেখে আজ আরও কমবে ইউরো/ডলার এমনই ধারনা করছেন বিশেষজ্ঞরা। তবে ১.০৯ এর নিচে যায় আজ কিনা তাই এখন দেখার বিষয়।

১.০৯/১.০৮৯৬ লেভেলে শক্তিশালী সাপোর্ট রয়েছে, যেখান থেকে পরবর্তী টার্গেট ১.০৮৪৭ ও ১.০৮১০. এছাড়া প্রাইস বাড়লে রেসিসট্যান্স হিসেবে কাজ করবে ১.১০ এবং ১.১০৭০ প্রাইস লেভেল। আজ ১.০৯৬২ তে ট্রেডিং শুরু হয়ে সর্বোচ্চ ১.০৯৬৭ উঠেছিল পেয়ারটি, এরপর সর্বনিম্ন কিছুক্ষন আগে ১.০৯১৩ তে নেমে বর্তমানে ১.০৯২২ তে অবস্থান করছে EURUSD. 


আজকের আরও গুরুত্বপূর্ণ নিউজঃ

সন্ধ্যা ৭:১৫ তে প্রকাশিত হবে US ADP Non-Farm Payrolls ডাটাটি। ADP রিপোর্টে জব বৃদ্ধি ২০০,০০০ এসেছিল, যদিও আশা করা হয়েছিল ১৯২,০০০ আসবে। অক্টোবরে জব বৃদ্ধি ধারনা করা হচ্ছে ১৮১,০০০ এর কাছাকাছি হবে।
 
সন্ধ্যা ৭:৩০ এ রয়েছে US Trade Balance রিপোর্ট। অক্টোবরে ট্রেড ঘাটতি ৪২.৭ বিলিয়ন (-42.7B) এ দাঁড়াবে বলে ধারনা করা হচ্ছে।   
 
রাত ৯টায় FED প্রধান জ্যানেট ইয়েলেন বক্তব্য রাখবেন। ডিসেম্বরে সুদের হার বাড়ানো হতে পারে ফেডের এই ইঙ্গিতের পর এই প্রথম তাকে সামনের পর্দায় দেখা যাবে। এখন দেখার বিষয় এই যে সুদের হার বাড়ানো হতে পারে এই ব্যাপারে তিনি আরও কোন পরিষ্কার ইঙ্গিত দেন কিনা, নাকি সবার আশার আগুনে পানি ঢেলে দেন। 
 
রাত ৯টায় আরও প্রকাশিত হবে US ISM Non-Manufacturing PMI ডাটাটি। প্রত্যাশার চাইতে সেপ্টেম্বরে খারাপ (৫৬.৯) এসেছিল ফলাফল। অক্টোবরে ৫৬.৬ আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD