BREAKING NEWS
VIP Contest

সোমবার

ফরেক্স মার্কেটের এই সপ্তাহের (১৬-২০ নভেম্বর) গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টস

EURUSD এর ইতিহাসে বুঝি এক বোরিং সপ্তাহ গেল। নির্দিষ্ট কোন দিকে প্রাইস মুভমেন্ট হয়নি। গত সপ্তাহের শুরুতেই আমরা বলেছিলাম সে সপ্তাহে ট্রেডিং করা কঠিন হতে পারে, মার্কেট কোনদিকে যাবে সে সংক্রান্ত দিক-নির্দেশনা পাওয়া সহজ হবে না। সপ্তাহজুড়ে ট্রেডাররা মার্কেটের গতিবিধি বুঝতে হিমশিম খেয়েছেন। অপরদিকে সাইডওয়ে মার্কেটের সুযোগ বুঝে অনেকেই ছোট ছোট ট্রেডে ভাল প্রফিট নিয়ে নিয়েছেন। 

অনতি ভবিষ্যতে অর্থনৈতিক পলিসি কি হবে তা নিয়ে দ্রাঘি বা ইয়েলেন কেউই নতুন কোন আভাস দেননি। ডিসেম্বরে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক QE সম্প্রসারণ করবে সে ধারনাই করা হচ্ছে। ফেডও সুদের হার বাড়িয়ে ০.৫০% এ নিবে বলেই প্রত্যাশা করছে সবাই। এ সপ্তাহেও আমেরিকার ডলারের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলো ট্রেডারদের কাছে গুরুত্ব পাবে। 

forex-news-events.png

যদিও সপ্তাহ শেষ হয়েছে দুর্বল রিটেইল সেলস আর পিপিআই ডাটা দিয়ে, তবুও তা ডলারকে খুব একটা দুর্বল করতে পারেনি। ইউরোডলার যে প্রাইসে নতুন সপ্তাহ শুরু হয়েছিল, তার কাছাকাছি প্রাইসেই সপ্তাহ শেষ করেছে। গত সপ্তাহে পেয়ারটির সর্বনিম্ন প্রাইস ছিল ১.০৬৭৩. এ সপ্তাহে এ প্রাইস সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তা ভেঙ্গে নিচে নামলে আরও কমবে বলে ধারনা করা হচ্ছে। পরবর্তী বিয়ারিশ টার্গেট ১.০৫২০ (এপ্রিলের সর্বনিম্ন) এবং ১.০৪৬০ (২০১৫ এর সর্বনিম্ন). ইউরোডলার ১.০৮০০ এর কাছাকাছি উঠে আসায় ট্রেডাররা আবার সেল দিতে উৎসাহী হয়ে উঠছেন। ১.০৮৪০ তে একটি শক্তিশালী রেসিসট্যান্স রয়েছে। এই প্রাইস ব্রেক করলে পেয়ারটি আরও ১০০ পিপস বেড়ে ১.০৯৪০ তে যেতে পারে। ১.১০ এর ওপরে সপ্তাহ শেষ হলে ট্রেডাররা একটি সম্ভাব্য রিভারসাল দেখতে পারেন, কিন্তু যদিও বর্তমানে সে সুযোগ কম বলে মনে হচ্ছে।


সোমবারঃ

ভোর ৫:৫০ এ জাপানের প্রিলিমিনারি GDP ডাটা প্রকাশিত হবে। দ্বিতীয় প্রান্তিকে জাপানের অর্থনীতি ০.৪% (রিভাইসড ০.৩%) কমেছিল। অর্থনীতিবিদরা আশা করছেন তৃতীয় প্রান্তিকে জাপানের জিডিপি ০.১% কমবে।

বিকেল ৪:১৫ তে ECB (ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক) প্রধান মারিও দ্রাঘি মাদ্রিদে বক্তব্য রাখবেন। তিনি ডিসেম্বরের সম্ভাব্য Quantitative Easing সম্পর্কে কথা বলতে পারেন।


মঙ্গলবারঃ

দুপুর ৩:৩০ এ প্রকাশিত হবে UK CPI (কনজিউমার প্রাইস ইনডেক্স) রিপোর্ট। এবারও কনজিউমার প্রাইস -০.১ এই থাকবে বলে ধারনা করা হচ্ছে।

বিকেল ৪ টায় প্রকাশিত হবে German ZEW Economic Sentiment ডাটা। প্রত্যাশিত ৬.৭ এর চেয়ে বেশি আসলে ইউরো শক্তিশালী হতে পারে।
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Inflation ডাটা। এবার CPI এবং Core CPI ২টি রিপোর্টই ০.২% আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। প্রত্যাশার থেকে বেশি আসলে ডলার শক্তিশালী হতে পারে।
 
 
বুধবারঃ

সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Building Permits রিপোর্ট। কি পরিমান নতুন আবাসিক ভবন তৈরির অনুমতি পেল তা এই রিপোর্টের মাধ্যমে প্রকাশিত হয়। সেপ্টেম্বরে ৫% কমে ১.১ মিলিয়ন পারমিট পায়। অক্টোবরের রিপোর্টে ১.১৫ মিলিয়ন আশা করা হচ্ছে।
 
 
বৃহস্পতিবারঃ

মধ্যরাত ১ টায় প্রকাশিত হবে সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট FOMC Meeting Minutes. আমেরিকার সাম্প্রতিক সব নিউজই অর্থনীতির জন্য ভাল এসেছে। ফেডের হকিশ বা পজিটিভ ভাবও লক্ষ্য করা গেছে। FOMC Meeting Minute এ ফেডের হকিশ ভাব বজায় থাকলে ডিসেম্বরে সম্ভাব্য সুদের হার বৃদ্ধি আসলেই হচ্ছে কিনা তা সম্পর্কে ট্রেডাররা ধারনা নেয়ার চেষ্টা করবেন। এই ইভেন্ট সব সময়ই মার্কেটে ভাল মুভমেন্ট সৃষ্টি করে।
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে US Unemployment Claims রিপোর্ট। গত সপ্তাহে কি পরিমাণ জনগণ বেকার ভাতার সুবিধা নিয়েছে তা প্রকাশিত হয় এই ডাটার মাধ্যমে। গত সপ্তাহে এই সংখ্যা ২৭৬,০০০ এই অপরিবর্তিত ছিল। এবার ২৭২,০০০ এ নেমে আসবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহের অপরিবর্তিত অবস্থা আমেরিকার শ্রমবাজার যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে তাই নির্দেশ করে। 
 
রাত ৯ টায় প্রকাশিত হবে Philly Fed Manufacturing Index রিপোর্ট। Philadelphia ম্যানুফ্যাকচারিং ইনডেক্স ২ মাস ধরেই তানা নেগেটিভ আসছে। এবার তা ১% বাড়বে বলে আশা করা হচ্ছে। 
 
এছাড়া এদিন ব্যাংক অফ জাপানের Press Conference রয়েছে। এ প্রেস কনফারেন্সে জাপানের মনেটারি পলিসি সংক্রান্ত ঘোষণা আসবে। এই ইভেন্টটি জাপানিজ ইয়েন ট্রেডারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
 
 
শুক্রবারঃ
 
দুপুর ২ টায় ECB (ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক) প্রধান মারিও দ্রাঘি ফ্র্যাংকফুটে বক্তব্য রাখবেন। তিনি ডিসেম্বরের সম্ভাব্য Quantitative Easing সম্পর্কে কথা বলতে পারেন।
 
সন্ধ্যা ৭:৩০ এ প্রকাশিত হবে কানাডার Core CPI এবং Core Retail Sales রিপোর্ট ২টি।
 
এছাড়া এই শুক্রবার আর তেমন কোন গুরুত্বপূর্ণ নিউজ নেই।
 
 
 
সব মিলিয়ে এ সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলো মূলত মঙ্গলবার এবং বৃহস্পতিবারই প্রকাশিত হবে। ট্রেডারদেরকে FOMC Meeting Minutes এর প্রতি নজর রাখতে হবে। ব্যাংক অফ জাপানের পলিসি স্টেটমেন্টও অনেক গুরুত্ব রাখবে। মঙ্গলবারের UK CPI & retail sales এবং US Inflation (CPI এবং Core CPI) ডাটাও গুরুত্বপূর্ণ। বুধবারের US Building Permits ডাটাও ডলারের ওপর শক্তিশালী প্রভাব রাখতে পারে। এই ৫টি নিউজ এ সপ্তাহের মার্কেট মুভমেন্টে সর্বাধিক প্রভাব রাখবে বলে ধারনা করা হচ্ছে। নতুন সপ্তাহ সকলের জন্য শুভ হোক এই কামনা রইলো।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD