BREAKING NEWS
VIP Contest

মঙ্গলবার

EURO-USD মার্কেট মুভমেন্ট আজকেও কম হবার সম্ভাবনা রয়েছে।

আগেই বলা হয়েছিল, এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কোন নিউজ নেই বিধায়, মার্কেট মুভমেন্ট কম হবে। এখন পর্যন্ত তেমনটাই দেখা যাচ্ছে, সাইডওয়েতে যাছে মার্কেট। সোমবার মার্কেট ওপেন হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোন মার্কেট মুভমেন্ট নেই। ১.১৩ তেই আটকে আছে EUR/USD, সর্বনিম্ন ১.১৩০৬ এ নেমে এলেও এই মুহূর্তে ট্রেড হচ্ছে ১.১৩২৯ এ। সোমবার থেকে এখন পর্যন্ত EUR/USD, ৮০ পিপসেরও কম রেঞ্জে মুভ করছে। মার্কেট অপেক্ষা করছে বৃহস্পতিবারের ইসিবির বৈঠকের জন্য। যদিও আগে থেকেই জানা যে বৈঠকের ফলাফল কি হবে (অপরিবর্তিত থাকবে সুদের হার, ০.০৫ শতাংশ), অনেকে ধারণা করছেন ইসিবি প্রধান মারিও দ্রাঘি হয়ত চেস্টা করবেন ইউরোকে দুর্বল করতে, তাই তার যেকোন Dovish কথাবার্তা EUR/USD কে তাৎক্ষনিক দুর্বল করবে এবং EUR/USD এর ডাউনট্রেন্ড শুরু হতে পারে সেখান থেকে। কি বলতে পারেন তিনি? ধারণা করা হচ্ছে, তিনি হয়তবা ইউরোপের প্রণোদনা কর্মসূচীকে আরো বিস্তার করা প্রয়োজন, এরকম কিছু বলতে পারেন। এর ফলে বাজারে আরো ইউরো ছাড়তে হবে এবং ইউরোর সরবরাহ আরো বৃদ্ধি করলে EUR/USD তো দুর্বল হবেই।
মাত্র ৬৬ পিপসের রেঞ্জে বন্দী AUD/USD ও। ০.৭২৫৬ এ সপ্তাহ শুরু করা AUD/USD এখন ট্রেড হচ্ছে ০.৭২৭৪ এ। 
এদিকে কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টি অফ কানাডা জয়ী হওয়ায় দুর্বল হয়েছে কানাডিয়ান ডলার। ১.২৯০১ এ সপ্তাহ শুরু করলেও এখন ট্রেড হচ্ছে ১.৩০২২ তে। এই সপ্তাহে মেজর কারেন্সিগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম ভোলাটাইল USD/CAD  এর মুভমেন্টই হয়েছে সবচেয়ে বেশি। এমনকি ভোলাটাইল পেয়ার GBP/USD ও এই সপ্তাহে ৭০ পিপসের কম মুভ করেছে।
গোল্ডও দুর্বল হয়েছে, সাম্প্রতিক সময়ে গোল্ডের উত্থান থমকে গিয়েছে ১১৯১ ডলারেরই। টানা চতুর্থ দিনের মত দুর্বল হয়ে গোল্ড এখন ট্রেড হচ্ছে ১১৭১.৩৬ এ। 
মার্কেট মুভমেন্ট আজকেও কম হবার সম্ভাবনা রয়েছে।

Share this:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD