ভিন্ন ভিন্ন টাইমফ্রেম অ্যানালাইসিস করতে গিয়ে ভিন্ন ভিন্ন সিগন্যাল দেখে বিভ্রান্ত হননি এমন ট্রেডার পাওয়া ভার। হয়তো আপনি H1 (এক ঘন্টার চার্ট) দেখছেন, সেখানে প্রাইস বাড়তে পারে বলে মনে হচ্ছে। M30 (৩০ মিনিটের চার্ট) দেখেও মনে হচ্ছে প্রাইস বাড়বে। কিন্তু D1 (এক দিনের চার্ট) আবার নির্দেশ করছে প্রাইস কমবে। ফরেক্স মার্কেটে এরকম ভিন্ন ভিন্ন পরস্পরবিরোধী সিগন্যাল প্রায়ই পাওয়া যায়।
কেন একেক টাইমফ্রেমে একেক রকম সিগন্যাল দেখায়?
এটা মনে রাখা খুব জরুরী যে আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তার বেশিরভাগই কিছু অ্যালগরিদমের ওপর ভিত্তি করে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে X ঘটলে Y ঘটবে, এভাবেই আমরা ট্রেড করি। একটি প্রবাদ আছে, History repeats itself. তাই বেশিরভাগ ক্ষেত্রে X প্যাটার্ন ঘটলে Y ঘটনা ঘটে। এবং এরকম বেশিরভাগ ক্ষেত্রে আসলেই ঘটে। তাই আমরা যখন ৩০ মিনিটের চার্ট নিয়ে ট্রেড করি, আমরা যেই অ্যানালাইসিস ম্যাথডে ট্রেড করছি, সেটা গত ৩০ মিনিটের কার্যক্রম বিবেচনা করে আপনাকে একটি ফলাফল দেখায়। তাই বিগত ৩০ মিনিটে প্রাইস বাড়লে আপনি বাই সিগন্যাল পেতে পারেন। আবার D1 পুরো ১ দিনের প্রাইস বিবেচনা করে আপনাকে ফলাফল দেখায়। তাই সেখানে আপনি ভিন্ন ফলাফল পাবেন। এভাবে ভিন্ন ভিন্ন টাইমফ্রেম আমাদের ভিন্ন ফলাফল দেখায়।
তাহলে কোনটি সঠিক?
এখন আপনার চিন্তা করার পালা যে একেক টাইমফ্রেম যদি একেক ফলাফলই দেখায়, তবে কোনটি সঠিক? আমি কোন টাইমফ্রেম মেনে ট্রেড করবো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সব টাইমফ্রেমই সঠিক। কিন্তু এটা নির্ভর করছে আপনি কোন টাইমফ্রেম মেনে কেমন ট্রেড করতে চাচ্ছেন। যেমন - M30 প্রতি ৩০ মিনিটের ওপর নির্ভর করে ক্যান্ডেল ফর্ম করে। তাই আপনি যদি একটি ট্রেড ওপেন করতে চান, এবং অল্প সময় তা ধরে রাখতে চান, তবে আপনি M30 অনুসরণ করতে পারেন। এর কারণ হল এটি সমসাময়িক সময়ের ট্রেন্ড বুঝে আপনাকে সিগন্যাল দেখাবে, যেই ট্রেন্ডটি আরও কিছু সময় ধরে বজায় থাকতে পারে। অনেকসময় এমন হয় যে লংটার্ম আপট্রেন্ডের মধ্যে কিছু সময়ের জন্য প্রাইস কারেকশন হয়, অর্থাৎ প্রাইস কমে। এ ধরনের ট্রেড আপনি ধরতে চাইলে বড় টাইমফ্রেমে আপনি তা ধরতে পারবেন না। আপনাকে ছোট টাইমফ্রেমে অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। আবার আপনি যদি লংটার্ম ট্রেড করতে চান এবং ১০০/২০০/৩০০ পিপস ধরার ইচ্ছা থাকে, তবে আবার আপনাকে বড় টাইমফ্রেম যেমন - H4, D1 অনুসরণ করতে হবে। এবং ধরুন এ টাইমফ্রেমগুলো আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে, এবং M30 সেল সিগন্যাল দিচ্ছে, তাই এই ট্রেড চলাকালীন সময়ে প্রাইস কমতেও পারে কিছুটা, কিন্তু যেহুতু আপনার ট্রেডটি লংটার্মের কথা বিবেচনা করে নেয়া, তাই প্রাইস কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস আবার বেড়ে যাবে কারণ মার্কেটের আসল ট্রেন্ড ওপরের দিকে।
তাই আপনি যে ধরনের ট্রেড করতে চান, তার ওপর ভিত্তি করে সে ধরনের টাইমফ্রেম নির্বাচন করে ট্রেড করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন