স্প্রেডঃ আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি। প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়। তবে সব ব্রোকার এর স্প্রেড এক রকম না।
আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ০.০৩ সেন্ট মাইনাস আছে বা আপনি যদি ভলিউম ১ ডলার দিয়ে করেন তাহলে মাইনাস হবে ১ ডলার এটাই হলো স্পেড। আবার বিভিন্ন কারেন্সি বা পেয়ারের সময় ভিন্ন হতে পারে।
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমরা লক্ষ্য করি যে ট্রেডিটি কিছুটা লসে ক্লোজ হয়েছে।এটাই স্প্রেড।এই স্প্রেড ব্রোকার নিয়ে থাকে।ব্রোকারের লাভ হচ্ছে এই স্প্রেড। ব্রোকার আমাদের লেনদেন করে দেবে কিন্তু কিছু নেবেনা এটা কি হয়? তাই প্রতিটি ব্রোকার তার ক্লাইন্টদের প্রতিটি ট্রেড থেকে স্প্রেডস্বরুপ লাভ নিয়ে থাকে।
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
আপনি ধরুন ১.৭৪৪৫ এ GBPUSD বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।
বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।
একটি মন্তব্য পোস্ট করুন