স্টপ লস (Stop Loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করা জন্য ব্যবহার হয়ে থাকে।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করা জন্য ব্যবহার হয়ে থাকে।
উপরের চিত্রের দিকে লক্ষ্য করুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করা হয় যা লাল রেখা দিয়ে Entry ট্রেডকে বুঝানো হয়েছে। আপনি চাইলেই এই ট্রেডটিতে টেক প্রফিট সেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে Entry ট্রেডের উপরের অংশে লাভের জন্য ১.৩৬১০ তে Profit Target এ টেক প্রফিট সেট করা হয়েছে। অপরদিকে Entry ট্রেডের নিচের অংশে লস বা ক্ষতিকে নিয়ন্ত্রন করার জন্য ১.৩৫০০ তে Stop Loss এ স্টপ লস সেট করা হয়েছে।
Stop loss বা Take profit সেট পদ্ধতিঃ
Stop loss বা Take profit সেট করতে চাইলে সেকোন একটি ট্রেড অপেন করে নিচের দেখানো চিত্রের SL বা TP তে ডাবল ক্লিক করুন।
একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে নিচের দেখানো চিত্রের মত করে আপনি স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে পারবেন।
দেখুন স্টপ লস এবং টেক প্রফিট সেট হয়ে গেছে। ঐ প্রাইসে গেলে ট্রেড একাকী ক্লোজ হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন