BREAKING NEWS
VIP Contest

Thursday

Revenge ট্রেডিং কি? এবং কেন আপনার Revenge ট্রেডিং থেকে বিরত থাকা উচিত?

আমার অনেক প্রিয় একটি ইংলিশ মুভি আছে Taken, যেখানে কিছু ড্রাগ ট্রাফিকাররা প্যারিস ঘুরতে যাওয়া একটি মেয়েকে ধরে নিয়ে যায়, আর তার বাবা অভিনেতা Liam Neeson প্যারিস গিয়ে অপহরণকারীদের খুঁজে বের করে মেরে এর প্রতিশোধ নেয়। প্রতিশোধ সবাই ভালবাসে। কেউ আপনাকে অপমান করলো, কটু কথা বললো, আপনিও সুযোগের অপেক্ষায় থাকবেন কিভাবে তাকে ছোট করা যায়। কেউ আপনাকে জনসম্মুখে একটি থাপ্পড় মারলো, আপনিও তাকে আরও বেশি মেরে প্রতিশোধ নিয়েই ছাড়বেন। প্রতিশোধ বা Revenge নেয়া আমাদের একটি আদিম স্বভাব। সব মানুষের মধ্যেই কম-বেশি প্রতিশোধ নেয়ার প্রবৃত্তি কাজ করে। আর ফরেক্স ট্রেডিং করতে গেলেও এ প্রতিশোধ নেয়ার প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে না বেশিরভাগ ট্রেডার। 


Revenge Trading কি?

ধরুন কখনও ট্রেড করতে গিয়ে দুর্ঘটনাবসত বেশি রিস্ক নিয়ে বড় ধরনের লস করে ফেলেছেন। তখন কি মনে হয় আপনার? আমাদের মধ্যে প্রবল ইচ্ছা এবং তাড়া কাজ করে যে এখনই এবং আজই এই লস আমাকে রিকভার করতে হবে। আমরা যখন লস করি তখন লাভে ফিরে যাওয়ার জন্য ২টি ঘটনা ঘটেঃ
  • প্রথমে যে পরিমান লস হয়েছে তা রিকভার করতে হয়
  • তারপর আবার স্বাভাবিকভাবে ট্রেড করে লাভে যেতে হয়
কিন্তু আমরা ট্রেডাররা যখন লসে পড়ে যাই, তখনই আসল ভুল করে বসি। আমরা খুব দ্রুত লস কাটিয়ে উঠার চেষ্টা করি। আপনি যখন খুব দ্রুত লস কাটিয়ে সরাসরি আবার লাভে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনার সামনে ১টিই পথ খোলা থাকে, আর তা হল রিস্কের পরিমান বাড়িয়ে ট্রেড করা। যখন আপনি আপনার প্ল্যান করা রিস্ক থেকে অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করতে যাবেন, তখন আরও ২টি ঘটনা ঘটবেঃ 
  • আপনি পূর্বের সকল লস কাটিয়ে আবার লাভে ফিরে যাবেন
  • আপনি বেশি পরিমান লস করে অ্যাকাউন্টের ১২টা বাজিয়ে দিবেন

তাহলে লস কাটিয়ে ওঠার উপায় কি?

ট্রেড করতে গিয়ে বহুবার আমাকে Revenge Trading এর বলির শিকার হতে হয়েছে। যতবারই আমি আমার ট্রেডিং প্ল্যান থেকে সরে এসে বেশি রিস্ক নিয়ে আগ্রাসিভাবে লস রিকভার করার চেষ্টা করেছি, বেশিরভাগবারই হিতে বিপরীত হয়ে উল্টো লস করেছি। বারবার লস করে অবশেষে প্রতিটি ট্রেডারই বুঝতে পারে লস থেকে লাভে যাওয়ার উপায়টি আমরা আসলে যেভাবে ভাবি, তার থেকে ভিন্ন।


আপনি কখনও বেশি পরিমান লস করলে, মাথা গরম না করে প্রথমে পরিকল্পনা করতে হবে কিভাবে সেই লস দ্রুত নয়, আস্তে আস্তে রিকভার করা যায়। ভুলেও কখনোই আবেগের বসে বেশি রিস্ক নেবেন না। দ্রুত লস রিকভার করতে গিয়ে যদি আপনি বেশি রিস্ক নিয়ে অ্যাকাউন্টটাই শুন্য করে ফেলেন, তবে আর ট্রেড করা হবে না। তাই সময় লাগলেও ধীরভাবে প্রথমে পর্যায়ক্রমে লস কাটিয়ে উঠুন, তারপর আবার লাভের চেষ্টা করুন। ম্যাজিকালি ধুপধাপ বেশি লাভ করতে গেলেই দেখবেন উল্টো লস আরও বাড়বে। ফরেক্সের এই বিষয়গুলো প্রায় সব ট্রেডারই জানেন, কিন্তু মেনে চলতে পারেন খুব কম ট্রেডারই। ফরেক্স দ্রুত বড়লোক হওয়ার কোন ব্যবসা নয়। তাই ধৈর্য সহকারে ট্রেড করুন, তাহলেই শুধুমাত্র লং টার্মে লাভ করা সম্ভব।


তাহলে কি Revenge নেবো না?

আপনি যখন লস কাটিয়ে আবার লাভে ফিরে যাবেন, তখনই মার্কেটের সাথে আপনার Revenge বা প্রতিশোধ নেয়া হয়ে যাবে। একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে, Revenge is a dish best served cold. তাড়াহুড়া করে মার্কেটের সাথে Revenge নিতে গেলেই বিপদ। আপনার লস খাওয়ার ঘটনা ঘটবে, যথেষ্ট সময় পার হবে যার মধ্যে আপনি পরিকল্পনামাফিক ট্রেড করে লস কাটিয়ে উঠবেন, তারপর লাভ করবেন, তবেই না Revenge নেয়া হবে সফলভাবে। 

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD