ডেমো অ্যাকাউন্টঃ
ডেমো অ্যাকাউন্ট কি? কিভাবে ফরেক্সে ডেমো অ্যাকাউন্ট খুলবেন? |
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে। অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী। কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন।
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।
কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?
কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।
ডেমো ট্রেড করলে কি লাভ?
- ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
- বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
- আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
- নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন
সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন?
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।
তারপর HotForex মেনুবার থেকে Platform সিলেক্ট করুন তারপর আপনি মেটাট্রেডার 4 কোন Platform এর জন্য ডাউনলোড করতে চান টা সিলেক্ট করুন। ডাউনলোড করার পর আপনার মেটাট্রেডার টার্মিনালটি ওপেন করুন।
চলুন এখন একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করা যাক।
প্রথমে File থেকে Open an account এ ক্লিক করুন।
নিচের এই পেজটি আসবে। এটি ফিল-আপ করুন। তারপর Next এ ক্লিক করুনঃ
তারপর নিচের এই পেজটি আসবে। এটি ফিল-আপ করুন। Account Type ডেমো হলে Demo সিলেক্ট করবেন আর Real অথবা Live হলে Micro সিলেক্ট করবেন। এটি ফিল-আপ করুন। তারপর Next এ ক্লিক করুনঃ
এই পেইজে Real Account Opening এর ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি Verified User না হলে Real Account এ ট্রেড করতে পারবেন না। Real Account Verified করার জন্য আপনাকে পাসপোর্ট/ন্যাশেনাল আইডি কার্ডের স্ক্যান কপি (PLE) তে, এবং Bank Statement/ Electricity Bill এর স্ক্যান কপি (POA) তে আপলোড করতে হবে। ডেমো একাউন্টের জন্য না হলেও চলবে। তারপর Finish এ ক্লিক করুন।
ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট নং এবং পাসওয়ার্ড সংরক্ষন করে Finish এ ক্লিক করুন। আপনার দেওয়া ইমেইলে পুনরায় অ্যাকাউন্ট নং এবং পাসওয়ার্ড সংরক্ষিত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন