BREAKING NEWS
VIP Contest

মঙ্গলবার

How To Deposit and Withdrawal in Forex - ফরেক্সে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন?

forex-deposit-and-withdrawal-system.png
ফরেক্সে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন?
আমরা বাংলাদেশীরা একটা ব্যাপার নিয়ে অনেক ভুক্তভোগী। আমাদের দেশে পেপাল নেই। তাই আমরা দেশে অনলাইন থেকে সহজে টাকা আনতে পারি না। বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাইরে টাকা পাঠানোর অনুমতি নেই। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আপনি দেশ থেকে টাকা ডিপোজিট করতে পারবেন না। কিভাবে ফরেক্সে ডিপোজিট করবেন? আপনি ecurrency এর মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে পারেন। পেপাল এর মত অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে। যেমনঃ Liberty Reserve (LR), AlertPay (AP), MoneyBookers (MB) ইত্যাদি। আপনি এসবের মাধ্যমে অনলাইনে ফরেক্সে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড/ভিসা কার্ড দিয়েও ডিপোজিট করতে পারবেন।
আপনি আপনার ফ্রি-ল্যান্সিং বা অনলাইন থেকে আয় করা ডলার ফরেক্সে ডিপোজিট/ইনভেস্ট করতে পারেন।

ডিপোজিট করার জন্য কোনটি ভাল?

MoneyBookers(Skrill): ফরেক্সে ডিপোজিট করার জন্য মানিবুকারস সবচেয়ে  ভাল একটি পেমেন্ট প্রসেসর।  কারন প্রায় সব ব্রোকার মানিবুকারস সাপোর্ট করে। কিন্তু মানিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন। 
Zero Spread Account
Liberty Reserve: ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবার্টি রিসার্ভ ভাল। অনেক ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। আপনার পছন্দের অধিকাংশ ব্রোকারে আপনি লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করতে পারবেন। লিবার্টি রিসার্ভ সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যায় না। তাই আপনি যখন আপনার প্রফিট উইথড্র করতে চাবেন, অনলাইনে অনেক এক্সচেঞ্জার সাইট আছে যারা আপনাকে লিবার্টি রিসার্ভ এক্সচেঞ্জ করে আপনাকে ব্যাংক ট্রান্সফার করে দিবে। 

Alertpay: অনেক ব্রোকার অ্যালার্ট-পে সাপোর্ট করে। তবে তা লিবার্টি রিসার্ভ এবং মানিবুকারসের মত এতো বেশী নয়। মানিবুকারসের মতোঅ্যালার্ট-পে থেকেও আপনি সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। এছাড়া অ্যালার্ট-পের আলাদা ডেবিট মাস্টারকার্ড রয়েছে। আপনি ২০$ এর বিনিময়ে তা সংগ্রহ করে সেই মাস্টারকার্ডের মাধ্যমে ATM Booth থেকেই টাকা উইথড্র করতে পারবেন।

Mastercard: অনেক ব্রোকার তাদের ট্রেডারদের মাস্টারকার্ড প্রদান করে থাকে। সেই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি ATM Booth থেকেই টাকা উইথড্র করে নিতে পারবেন। 

ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।


Share this:

1 টি মন্তব্য :

  1. ভাই মানিবুকারস এ কি একাউন্ট খুললেই হবে না নাকি কার্ড হাতে পেতে হবে । পেপালের মতো?

    উত্তরমুছুন

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD