BREAKING NEWS
VIP Contest

শনিবার

What Is Forex - ফরেক্স কি?

ফরেক্স কিঃ
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নতুন যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন। 
what-is-forex.jpg
ফরেক্স কি?
যেহেতু অনলাইন ফরেক্স ট্রেডিং এর সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের না। একসময় শুধু বড় বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলাই এ ব্যবসা করার সুযোগ পেত। সাধারণ মানুষের খুব নাগালে ছিলনা এটি হয়তো হাতে গোনা কিছু মানুষ এ ব্যবসাটিতে ছিল কিন্তু প্রযুক্তির প্রসারে এবং অনেক ব্রোকারেজ হাউজ মাইক্রো ট্রেডারদের ট্রেডের সুযোগ দেবার কারণে ফরেক্স ট্রেড শব্দটি এখন অনেকেরি জানা। তাই জেনে নেই ফরেক্স কি? FOREX শব্দটি মুলত Foreign Exchange শব্দটির সংক্ষিপ্তরুপ। এটি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট যেখানে দৈনিক টার্নওভার ৫ ট্রিলিওন ডলার। নিচে সংক্ষেপে বিশ্বের বড় বড় মার্কেট এর তুলনা দেওয়া হল।

forex-trading-volumn.png
Average Daily Stock Exchange Volume 

http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_market 
উইকিপিডিয়ার সুত্রে জানা যায় এপ্রিল ২০১৩ তে প্রতিদিন ৫.০ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়েছে এই মার্কেটে, যা ২০১০ এর এপ্রিলে ছিল ৪ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমেই বুঝা যায় এটি কত বড় মার্কেট এবং দিন দিন এর ব্যপকতা কত বাড়ছে। মুলত বিভিন্ন ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলা এ লেনদেন করে থাকে। বিভিন্ন ব্যাংক, বড় কোম্পানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনভেস্টিং ফার্ম, ক্ষুদ্র ইনভেস্টর প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করে থাকে এ মার্কেটে। তাই প্রতিনিয়ত এখানে চাহিদা এবং যোগানের কারণে মুদ্রার দর উঠা-নামা করে থাকে। আর এই উঠা-নামার মধ্যেই কারেন্সি ট্রেডাররা তাদের লাভ করে থাকে। এ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা এটি ২৪ ঘন্টা চালু থাকে সপ্তাহের পাঁচদিন শুধু মাত্র উইকেন্ড শনি-রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ সময় সোমবার রাত ৩:০০ টা থেকে শুক্রবার রাত ৩:০০ পর্যন্ত এ মার্কেট খোলা থাকে। কোন কোন ব্রোকারেজ হাউজে ১ ঘন্টা এদিক সেদিক হয় তাদের টাইমজোনের কারণে। অনলাইন ফরেক্স ১৯৯৬ সালের আগে পর্যন্ত খুচরা পর্যায়ে আমাদের মত ক্ষুদ্র টেডারদের জন্য ফরেক্স উম্মুক্ত ছিলনা। বড় কোম্পানী এবং ফাইনান্সিয়াল কোম্পানীগুলাই সেগুলা করত। কিন্তু নিত্য নতুন টেকনোলজির কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কারণে আজ একজন ক্ষুদ্র ট্রেডার ১ ডলার ইনভেষ্ট করেও ফরেক্স ট্রেড করতে পারে। এটি আমাদের জন্য প্রযুক্তির একটি আশির্বাদ স্বরুপ বলা যায়।

Share this:

1 টি মন্তব্য :

 
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by OddThemes
Copyright © 2014 Forex Bangladesh - FXBD - Learn Forex in Bangla & Technical Analysis. Designed by FXBD